খুলনা রূপসা ঘাট | Rupsha Ghat Khulna | Travel Khulna Rupsha Ghat | khulna city
Автор: Explorer Russell
Загружено: 2024-06-06
Просмотров: 12290
খুলনা রূপসা ঘাট | Rupsha Ghat Khulna | Travel Khulna Rupsha Ghat | khulna city
খুলনার ঐতিহ্যবাহী রূপসা ঘাট, রূপসা ঘাটে আসলে রাজু মামার বরফ মিক্সারের স্বাদ নিতে ভূল করিনা আহ! সেই স্বাদ।
সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে রূপসা ঘাটে যেতে পারেন আটো বাইক বা রিকশা যোগে, সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট যদি জ্যামে না পড়েন।
বন্ধুরা রূপসা ঘাটে আছে রূপসা বাস টার্মিনাল, এখান থেকে আপনারা পেয়ে যাবেন বিআরটিসির বরিশাল গামী বাস সাথে বরিশালগামী বিভিন্ন বাস।
রূপসা ঘাটে খেয়া পাড়াপাড় হতে হয় যেখানে সেখানে যেতে রাস্তার দুইপাশে আছে হরেক মৌসুমী ফলের দোকান, আছে মেয়েদের সাজ সরঞ্জাম প্রসাধনীর দোকান, হেঁটে যেতে দারুন অনুভূতি হয়।
প্রথমে এক টাকা টোল দিয়ে এগিয়ে গিয়ে ইনঞ্জিন চালিত খেয়া নৌকায় উঠে রূপসা ঘাট পার হতে হয়, নৌকায় দিতে হয় ৪ টাকা।
মাত্র ৫ টাকা দিয়ে সুন্দর একটি নৌকা ভ্রমন, রূপসা ঘাটের ওপারের সৌন্দর্য, রূপসা ঘাটের আছে অসাধারণ একটি বসার জায়গা, বটতলায় বসে রূপসা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, রূপসা নদী আমার পরম ভালোবাসা, ছোট বেলা থেকে এ নদীর অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ।
২১ মে ২০০৫ সালে রূপসা সেতু চালু হওয়ার পর মনে করা হয়েছিল যে রূপসা ঘাটটির জৌলুস কমবে কিন্তু ২০২৪ সালেও এসেও রূপসা ঘাটের জনপ্রিয়তা একটুও কমেনি, বরং প্রতিদিন হাজার হাজার মানুষ খুলনা বিভাগের মানুষ এই খেয়াঘাট থেকে পারাপার হয়।
মানুষের ব্যস্ততা দেখতে আমার খুব ভালো লাগে তাইতো বারবার ছুটে যায় খুলনার বিভিন্ন বাস স্টান্ড ও ঘাটে বন্দরে।
রূপসা ঘাট পার হয়ে আপনারা বাসে যেতে পারবেন বাগেরহাট, মোংলা,বরিশাল, দিগরাজ। রূপসা ঘাটের ওপারেও পাওয়া যায় হরেক রকমের খাবারের দোকান। বিভিন্ন মৌসুমি ফলও কিনতে পারবেন।
#khulnarupshaghat #khulnacity #khulna #khulnavlog #explorerrussell
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: