প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ)-২০২২ এর গণিত অংশের বিস্তারিত ও শর্টকাট সমাধান ।
Автор: Khairul's Math
Загружено: 2022-05-20
Просмотров: 35456
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ)-২০২২ এর গণিত অংশের বিস্তারিত ও শর্টকাট সমাধান ।
#পাটিগণিত:
১. ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
ক. ৫৩ খ. ৫৫ গ. ৫৬ ঘ. ৫৮
২. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৪
৩. কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫, ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮৭ হবে?
ক. ৮৬ খ. ৯২ গ. ৮৯ ঘ. ৮৮
৪. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি । পাত্রটির ওজন কত কেজি ?
ক. ৫ খ. 8 গ. ১২ ঘ. ১৫
৫. ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫, এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ২৭ খ. ২৮ গ. ২৯ ঘ. ২৫
৬. কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
ক. ৫৪ খ. ৬০ গ. ৪৪ ঘ. ৪০
৭. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
ক. ৩০০০ খ. ৩৬০০ গ. ২৪০০ ঘ. ১২০০
৮. ৪৩. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু হবে-ক. ২৬০ খ. ২৮০ গ. ২৯২ ঘ. ৩১২
৯. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর; ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
ক. ৮ খ. ৯ গ. ৫ ঘ. ৬
১০. ৩৬. প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি. এরুপ নৌকার নদীর ¯্রােতের অনুক‚লে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে? ক. ১৩ খ. ১৪ গ. ১১ ঘ. ১২
১১. ৯. ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯ টি আম পঁচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?
ক. ৯০ খ. ৮০ গ. ৮৫ ঘ. ৯৫
#বীজগণিত:
১২. a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত? [১০ম বিসিএস]+ [সাব-রেজিস্টার - ২০১৬] [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০২০ (২য় পর্যায়) অনুষ্ঠিত-২০২২]
ক. ০ খ. ১ গ. 3abc ঘ. abc
১৩. একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই এবং কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত টাকা ?
ক. ২৯ খ. ১৮ গ. ২৭ ঘ. ২৮
১৪. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্তি ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল?
ক. ৫০ খ. ৬০ গ. ৪০ ঘ. ৪৮
১৫. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
ক. ১০ খ. ১৫ গ. ১২ ঘ. ১১
#জ্যামিতি:
১৬. ৮. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
ক. ২০ খ. ২৫ গ. ৩০ ঘ. ১০ উত্তর: গ
১৭. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, ঘরটির দৈর্ঘ্য কত? ক. ৬ খ. ১০ গ. ১২ ঘ. ১৮
১৮. ১৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনি¤œ দূরত্ব কত সে.মি.? ক. ১২ খ. ৮ গ. ৯ ঘ. ১০
১৯. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?
ক. ১৬০০ বর্গফুট খ. ১২০০ বর্গফুট গ. ৮৫৫ বর্গফুট ঘ. ৭৫৫ বর্গফুট
২০. ৫. ৯ কোটি সমান কত?
ক. ৯ বিলিয়ন খ. ৯ মিলিয়ন গ. ৯০ মিলিয়ন ঘ. ৯০ বিলিয়ন উত্তর: গ
Khairul's Math,khairuls basic math,Khairuls Advanced Math,primary math solution,khairuls math,oikik niyom,ঐকিক নিয়ম,ঐকিক নিয়ম খাইরুল স্যার,খাইরুল ব্যাসিক ম্যাথ,খাইরুলস ম্যাথ,ঐকিক নিয়মের অংক,ঐকিক নিয়মের সহজ সমাধান,Oikik niom,BCS Math,Bank Math,Job Math,Easy Math,Oikik niom Easy Solution,Khairul Alam,khairuls primary math,প্রাইমারী গণিত,প্রাইমারী গণিত সমাধান,প্রাথমিক সহকারী শিক্ষক,প্রাথমিক সহকারী,প্রাথমিক নিয়োগ,প্রাথমিক,প্রাক,প্রাইমারী
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: