পানি থেকে আয়রন খুব সহজে পৃথক হয়ে কিভাবে গুণে ও মানে খাওয়ার উপযুক্ত হবে?
Автор: Dr.Md.Nurul Amin
Загружено: 2020-02-09
Просмотров: 178001
ডেইরি এবং পোল্ট্রি খামারের পানিতে- এমনকি মানুষের খাবার পানিতেও আয়রনের উপস্থিতি একটি মারাত্মক জটিল সমস্যা। পানিতে প্রাকৃতিক আয়রন এর উপস্থিতি অনেক রোগ সৃষ্টির সহায়ক, যার মধ্যে অন্যতম হলো-ই কলাই ও সালমোনেলা। পানি বহনকারী নলের অভ্যন্তরে আয়রণ এই দুই ভয়ঙ্কর ব্যাকটেরিয়ার বাসাবাড়ি (কলোনি) তৈরিতে এবং বংশ বিস্তারে সহায়তা করে থাকে এবং ওদের কর্তৃক সংক্রমনের পথকে সুগম করে দেয়। ফলে খামারের পশুপাখিরা সার্বক্ষণিক একটা রোগ সংক্রমণের ঝুঁকিতে থাকে এবং বিভিন্ন জটিল রোগ ব্যাধিতে হরহামেশা আক্রান্ত হয়। একারণে খামারের পানি হতে হবে শতভাগ আয়রন মুক্ত।
ডাঃ মোঃ নূরুল আমীন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: