Darjeeling Ropeway, Red Panda, Tiger Hill – এক ভিডিওতেই দার্জিলিংয়ের সেরা অভিজ্ঞতা!
Автор: Adda Unlimited
Загружено: 2025-05-09
Просмотров: 3930
আজ বহুদিন পর নিয়ে এলাম একটি বিশেষ বড় ভিডিও – আমাদের Darjeeling ভ্রমণের শেষ ও সবচেয়ে সুন্দর পর্ব!
এই ভিডিওতে ধরা পড়েছে পাহাড়ি সকাল থেকে বিকেল অবধি এমন কিছু মুহূর্ত, যা একবার দেখলে ভুলতে পারবেন না।
শুরুটা হয়েছিল হাড়-কাঁপানো ঠান্ডায় Tiger Hill-এ Sunrise দেখতে গিয়ে। যদিও আজ কুয়াশা আর বৃষ্টির জন্য কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়নি, কিন্তু তার পরিবর্তে যা পেলাম তা ছিল আরও অনন্য – পাহাড়ে মরশুমের প্রথম বৃষ্টি আর গরম গরম দার্জিলিং চায়ের স্বাদ!
এরপর গেছি শান্তি মন্দির (Peace Pagoda) – যেখানে হালকা বৃষ্টির মধ্যে ভিজে যাওয়া পাহাড়ের সৌন্দর্য যেন মন ছুঁয়ে গেল।
তারপরই চড়েছি দার্জিলিংয়ের বিখ্যাত Ropeway-এ!
প্রায় ৫ কিমি উপরে-নিচে চলা এই কেব্ল কার রাইডটি ছিল এক কথায় Breath-taking! নিচে মেঘ, চা-বাগান, পাহাড়ি ঝর্ণা – স্বপ্নের মতো।
তারপর গেছি Padmaja Naidu Himalayan Zoological Park – অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানা। এখানে দেখা হল দারুণ কিউট Red Panda, Indian Black Bear, Snow Leopard সহ আরও অনেক পাহাড়ি প্রাণীর সঙ্গে। এই জায়গাটা শিশু থেকে বড়ো – সবার জন্যই দারুণ উপভোগ্য।
এই পুরো ভিডিওতে আপনি পাবেন:
Tiger Hill ভোরের ঠান্ডা
মরশুমের প্রথম বৃষ্টির অনুভব
Peace Pagoda-তে ভিজে যাওয়ার মজা
Darjeeling Ropeway-এর অ্যাডভেঞ্চার
Red Panda & Indian Bear-এর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ
পাহাড়ি আবহাওয়া, দার্জিলিং চা, আর অনেক অনেক স্মৃতি
Darjeeling প্রেমীদের জন্য এই ভিডিওটি MUST WATCH!
ভিডিওটি ভালো লাগলে একটা Like দিতে ভুলবেন না। কমেন্টে জানাও আপনার ফেভারিট মুহূর্ত।
এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে চাইলে Subscribe করো আমাদের চ্যানেল Adda Unlimited-এ!
নতুন নতুন জায়গা, লাইফস্টাইল, ফুড, আর মজার কন্টেন্ট রোজ পাচ্ছেন।
#darjeelingtrip #TigerHillSunrise #darjeelingropeway #peacepagoda #redpanda #travelvlog #addaunlimited #bengalitravelvlogger #MonsoonDarjeeling #mountainlovers #food #darjeelingsightseeing #vlog
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: