“জামায়াতে ইসলামী দল করা হারাম/নাজায়েজ? ৭ জন মোল্লার পাল্টাপাল্টি ফতোয়া ও কুরআনের আলোকে বিশ্লেষণ
Автор: Only Quran Research
Загружено: 2025-12-25
Просмотров: 1952
📖 সূরা ও আয়াত
সূরা আলে ইমরান – আয়াত ১৫৯
আরবি:
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
বাংলা অর্থ (সংক্ষেপ):
“আল্লাহর রহমতেই আপনি তাদের প্রতি নম্র হয়েছেন। আপনি যদি কঠোর ও কঠিন হৃদয়ের হতেন, তবে তারা আপনার চারপাশ থেকে সরে যেত।
অতএব আপনি তাদের ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে-কর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন।
তারপর যখন সিদ্ধান্ত নেবেন, তখন আল্লাহর উপর ভরসা করুন।”
(সূরা আলে ইমরান ৩:১৫৯)
🔴 আয়াতটির গুরুত্ব
🔹 যাকে আল্লাহ ওহি দিয়ে পরিচালনা করেন,
🔹 যাঁর সিদ্ধান্ত সরাসরি আল্লাহ সংশোধন করেন—
👉 সেই নবীকেও আল্লাহ বলেছেন:
“ওয়া শাওয়ারহুম ফিল আমর”
(তাদের সঙ্গে পরামর্শ করো)
🔥
“যদি নবী (সা.)-কেও আল্লাহ পরামর্শ করতে বলেন,
তাহলে আজ কোন যুক্তিতে বলা হয়—
‘সংগঠন, শূর��, দল, কমিটি সব বিদআত বা হারাম’?”
👉 এটি সরাসরি ‘পরামর্শ বনাম স্বৈরতন্ত্র’ বিতর্কের শেষ কথা।
🟢 উপসংহার
নবীর জন্য যদি শূরা সুন্নাত হয়,
তাহলে উম্মাহর জন্য শূরা অপরাধ হতে পারে না।
🎙️ New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! 😍 https://streamyard.com/pal/d/55085719...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: