ভালোবাসা ও আত্মত্যাগ = নিজের ধ্বংস ? গীতার সত্য বিশ্লেষণ
Автор: Mind Mantra Bangla ( বাংলা )
Загружено: 2026-01-09
Просмотров: 2822
আপনি কি সবসময় ভালো থেকেও কষ্ট পান?
গীতা আসলে বলে কেন ভালো মানুষরাই জীবনে সবচেয়ে বেশি ভাঙে—এই ভিডিওতে ভগবান কৃষ্ণের মনস্তাত্ত্বিক সত্য বিশ্লেষণ করা হয়েছে।
ভালো মানুষ হওয়া কি সত্যিই আশীর্বাদ?
নাকি এটিই জীবনের সবচেয়ে বড় ফাঁদ?
এই ভিডিওতে আমরা ভগবান কৃষ্ণের ভাগবত গীতার আলোকে বুঝবো—
কেন ভালো মানুষরা বেশি কষ্ট পায়,
কেন তারা বেশি আশা করে,
আর কেন তারা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ভেঙে পড়ে।
এটা কোনো ভক্তিমূলক বক্তৃতা নয়।
এটা কৃষ্ণের মনস্তাত্ত্বিক সতর্কতা।
যদি আপনি—
ভালোবাসায় বারবার ঠকেন,
সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারান,
অথবা মনে করেন “আমি তো খারাপ কিছু করিনি”—
তাহলে এই ভিডিওটি আপনার জন্যই।
📌 এই চ্যানেলে আমরা গীতা ও মহাভারতকে দেখি
ধর্ম হিসেবে নয়,
বরং জীবনের কঠিন সত্য ও বাস্তব মনস্তত্ত্ব হিসেবে।
শেষ পর্যন্ত দেখুন—
কারণ শেষ প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
#গীতা
#ভগবানকৃষ্ণ
#ভালোমানুষ
#KrishnaPsychology
#banglamotivation
#গীতারশিক্ষা
#জীবনেরসত্য
#মানসিককষ্ট
#Mahabharata
#MindMantraBangla
#BanglaSpiritual
#LifeTruthBangla
#Overthinking
#Attachment
#SelfRealization
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: