খাবসা রেসিপি আরবের বিখ্যাত চিকেন খাবসা বিরিয়ানি। সহজভাবে তৈরি করছি হাতের কাছের সব উপকরন দিয়ে
Автор: Life style cooking vlog
Загружено: 2023-10-10
Просмотров: 521
সৌদি আরবের আল খাবসা বিরিয়ানি কথা শুনলে আমারা মনে করি না জানি কি ভাবে রান্না করে আর মনেই বা করবোনা কেনো।এর রেসিপি খুজতে গেলে দেখবেন কত রকম আয়োজনের কথা বলে। অথচ খাবসা তৈরী করা কিন্তু অনেক অনেক সহজ। আর এমন কোন উপকরণেরও প্রয়োজন নেই যেটা আমরা সচর আচর ব্যাবহার করিনা। আমি হাতের কাছে পাওয়া যায় এরকম সব উপকরণ দিয়ে একদম পারফেক্ট ট্রেডিশনাল স্বাদের চিকেন খাবসা বিরিয়ানি তৈরী করে দেখাচ্ছি আশা করিছি এই রেসিপি দেখে আপনারা বেশি বেশি করে রান্না করবেন আর পরিবারের সাথে উপভোগ করবেন।
তৈরী করতেলাগছ👇
গোটা মুরগি ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের
বাসমতী চাল ২ কাপ
পিয়াজ কুচি ১ কাপ
টমেটো পেস্ট ১ চা-চামচ
আদা বাটা ১ চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
ধনে গুরো হাফ চা-চামচ
জিরা গুরো হাফ চা-চামচ
-খাবসা মসলা দের চা-চামচ
চাইলে মিক্স মসলা দিতে পারেন
মরিচের গুঁড়ো ১ চা-চামচ
গরম মসলা এলাচ দারুচিনি
গোল মরিচ লবংগ তেজপাতা
সুকনো লেবু দুটি
সুকনো লেবুর বদলে কাচা লেবুর
সবুজ অংশ ব্যাবহার করবেন
কিছু বাদাম কিস মিস
গাজর পেয়াজ এগুল ভেজে উপরে দিয়েছি
Life style cooking vlog
Edited by VideoGuru:https://videoguru.page.link/Best
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: