Jamia Kashiful Uloom Dhaka

শিক্ষা বিপ্লবের এক নতুন দিগন্ত...
জামিয়া কাশিফুল উলুম ঢাকা

ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বিত সিলেবাস ও কারিকুলাম নিয়ে রাজধানীতে "জামিয়া কাশিফুল উলুম ঢাকা" ব্যতিক্রমধর্মী একটি দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান। আরবী ও ইংরেজী শিক্ষার এক নব দিগন্ত। মাদরাসা ও স্কুল শিক্ষার যৌথ সমন্বয়।

প্রতিষ্ঠানটিতে দ্বীনী শিক্ষার সাথে সকল ছাত্রের জন্য কারিগরী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি সাড়াজাগানো শিক্ষা প্রতিষ্ঠানটি ৩বছর পূর্ণ করল। এটি কেবল একটি দ্বীনী প্রতিষ্ঠানই নয়, বাংলাদেশ খেলাফতের সোনালী যুগের আদলে একটি পুনাঙ্গ ইসলামি সিলেবাস ও নতুন শিক্ষা আন্দোলন।

যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন তুষারধারা আবাসিক এলাকার ২য় প্রধান সড়কে "জামিয়া কাশিফুল উলুম ঢাকা" নামে এই মনোরম ইসলামি শিক্ষপ্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশব্যাপী সর্বমহলে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে। বিশেষ করে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের মাঝে ভিন্নধারার এই প্রতিষ্ঠানটির যুগোপযোগী সিলেবাস ও কারিকুলাম ব্যাপক সাড়া জাগিয়েছে।