আপনার সন্তানকে কোথায় ভর্তি করাবেন? স্কুল না মাদরাসায়! jamia jashiful uloom dahka
Автор: Jamia Kashiful Uloom Dhaka
Загружено: 2025-11-25
Просмотров: 702
রাত তখন ৪টা। পুরো দেশ তখন ঘুমে। নিস্তব্দ রাতের শেষ প্রহরে অযু ইসতেনজা করে সবাই সালাতুত তাহাজ্জুদে দাড়িয়ে যায়। ছাত্র শিক্ষকরা নিস্তব্দ রাতের নিরবতা ভেঙ্গে সেজদায় লুটিয়ে পড়েন মহান রবের দরবারে। তারপর শুরু হয় দুআ ও মোনাজাত।
চোখের পানিতে ভিজে জায়নামাজ। তাহজ্জুদের পর শুরু হয় সম্মিলিত কুরআন তেলাওয়াত। সাথে শিক্ষকরা তাদারকি করেন। সকল ছাত্র দৈনিক ১পারা তেলাওয়াত করে। ফজরের নামাজ পরে একজন মাসনুনন দুআর আমল বলে দেয়। তারপর সুরা ইয়াসিন ও ৩৩আয়াতের আমল হয়।
তারপর ঈমানী কথা বলে দিন শুরু হয়। প্রতিদিন একজন ছাত্র আল্লাহর বড়ত্ব মহত্ব ও পরিচয় নিয়ে আলোচনা করেন। তারপর একজন ছাত্র আরেকজন ছাত্রকে আজকের তেলাওয়াত মুখস্ত শোনায়। এসময় শিক্ষকরাও ছাতদের পড়া শুনেন যাতে তাদের হেফজের ইয়াদ মজবুত থাকে। কিতাব বিভাগের হাফেজ ছাত্ররা ভুলে না যায় কুরআনুল কারিমের ইয়াদ। শেষ রাত তৈকে এশরাকের সালাত র্পযন্ত শিক্ষকদের নিগরানীতে এমন পরিশ্রম বাংলাদেশে বিরল।
সালাতুল ইশরাক পরে সকল ছাত্র প্রাতঃ ভ্রমনে বের হয়। সকল ৭টা থেকে শুরু হয় দরস। সাড়ে ৮টায় সকালের নাস্তার বিরতি ও সালাতুত চাশত আদায় করে।
আবার দরস শুরু হয়। সকাল ১১টায় সবাই বিশ্রামে চলে যায়। যোহরের নামাজ পড়ে বিশেষ দুআর আমল অনুষ্ঠিত হয়। দুপুরের খাবারের পর আবার দরস শুরু হয়।
আসরের নামাজের পর ফাজায়েলের তালিম হয়। তারপর ঈমানী হালকা কায়েম হয়।দিাওয়াত তালিম ইস্তেকবালের মেহনত হয়। আছরের পর কিছু ছাত্র কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ গ্রহণ করে।
প্রতি সোমবার বিশেষ ইসলাহী মাহফিল। বুধবারে আছরের পর উমুমি গাশতে ছাত্র শিক্ষকগন শরীক হন। প্রতি বৃহস্পতিবার শবগুজারীতে মারকাজে ছাত্র শিক্ষকরা শরীক হন। প্রতিমাসে ৩দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হন। প্রতি বছর সকল ঠছাত্র বাধ্যতামূলক চিল্লার সফরে বের হন। নিজামুদ্দীন বিশ্ব মারকাজের মুরুব্বিগন একাধিকবার এই জামিয়া পরির্দশন করেছেন। তাদের সরাসরি নিগরানী ও পরার্মশে পরিচালিত হয়।
মাগরিবের পূর্ব মুর্হুতে সকল ছাত্র দুআ ও তিন তাসবিহাতের আমল করনে। বাদ মাগরিব সালাতুল আওয়াবিন পরে মাসনুন দুআর আমল হয়। সুরা ওয়াকিয়া ও মনজিল পরে আবার রেসে বসে যায়।
এশার নামাজের আহগই রাতের খাওয়া দাওয়া হয়ে যায়। সালাতুল ইশার পর সুরা মূলকের আমল হয়। তারপর বাধ্যতামূলক সকল ছাত্রদের ইংলিশ স্পিকিং এর ক্লাস হয়। রাত ১০টায় বাতি নভিয়ে সবােই ঘুমিয়ে যায়।
এই হলো বাংলাদেশের একমাত্র কারিগরী শিক্ষা সম্মিলিত দাওয়াতি ও আমলি প্রতিষ্টান জামিয়া কাশিফুল উলুম ঢাকার ২৪ ঘন্টার আমলি রুটিন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: