সহজ Technique

আমরা যারা, বাংলায় কথা বলি, ভাবুন তো কতজন বাংলা ব্যাকরণের নিয়ম মেনে কথা বলি? সেজন্য কি তারা মনের ভাব প্রকাশ করছেন না? আর যখনই ইংরেজি শিখতে যাবো, তখনি চাপিয়ে দেয়া হয়- আগে বিশুদ্ধ উচ্চারণ শিখো, বানান মুখস্ত করো, Vocabulary বাড়ান, Grammar-এর খুঁটি-নাটি; নাটি-খুটি মুখস্ত করো, আর যত ইংরেজির ভুল ধরাধরি শুরু হয়; আপনি বলুন তো, এমতাবস্থায়, ইংরেজি শেখা সম্ভব?
যারা সামান্যতম ইংরেজি জানেন, অথবা ইংরেজি কিছুই বোঝেন না, অথবা ইংরেজির বিষয় উঠলেই পায়জামা গরম হয়ে যায়, অথবা ইংরেজি না জানার কারণে সহপাঠি,বন্ধু-বান্ধব ও-শিক্ষকের কাছে মাথা নিচু করে থাকতে হয়; ঠিক তাদের জন্য এই [সহজ Technique] You Tube Channel টি।
যারা, ইংলিশে কথা বলতে ও শিখতে ১০০% আগ্রহী আছেন; অথচ ইংরেজি কোথা থেকে শুরু করবেন ? কার কাছে শিখবেন? কিভাবে শিখবেন কিছুই ভেবে পারছেন না ; ঠিক তাদের জন্য এই [সহজ Technique] You Tube Channel টি।
আবার, অনেক-অনেক শিক্ষার্থী আছেন; যারা বাংলা ব্যাকরণ অতি সামান্য বোঝেন, ঠিক তাদের জন্যও এই [সহজ Technique] You Tube Channel টি। ফি-আমালিল্লাহ্!!! হে আল্লাহ, আপনি সকলের সহায় হউন। আমীন___