সহজ Technique. English Kichui parina.ইংরেজি শিখব-মাতৃভাষার মাধ্যমে। English Sikhi.Learning english.
Автор: সহজ Technique
Загружено: 2025-10-20
Просмотров: 1045
"সহজ Technique " You Tube Channel -এ English শিখবো সহজ ও নতুন টেকনিকে মাতৃভাষার মাধ্যমে। যে সব বাংলা বাক্যের ক্রিয়া পদ "আছে" তার বিস্তারিত আলোচনা থাকছে এ ভিডিওতে।
ইংরেজি শুরু করব যেখান থেকে; তা শিখব-মাতৃভাষার মাধ্যমে। এক অসাধারণ সহজ টেকনিক প্রয়োগ করে। যা কেউ ভাবতেই পারবে না।
"সহজ Technique " You Tube Channel -এ English শিখবো সহজ ও নতুন টেকনিকে মাতৃভাষার মাধ্যমে।
আমরা যারা বাংলায় কথা বলি, ভাবুন তো কতজন লোক বাংলা ব্যাকরণের নিয়ম মেনে কথা বলি? ব্যাকরণ না জেনেও মনের ভাব প্রকাশ করা যায়। আর যখনি ইংরেজি শিখতে যাব, তখনি চাপিয়ে দেয়া হয়-আগে বিশুদ্ধ উচ্চারণ শিখ, কঠিন কঠিন বানান সব মুখস্ত কর, Vocabulary বাড়াও; Grammer এর খুঁটি-নাটি নাটি-খুঁটি সব কিছু মুখস্ত কর; এক শ্বাসে Tense মুখস্ত কর, হয় বুঝে আসুক, না হয় না আসুক মুখস্থ যে করতেই হবে।
তারপরও যদি কোন শিক্ষার্থী সাহস করে ইংরেজি ভাষা জানার জন্য Study শুরু করে, দেখবেন তার ভুল ধরার লোকের অভাব থাকে না। আপনি বলুন তো ,এমতাবস্থায় , কারো পক্ষে ইংরেজি শেখা সম্ভব? যারা সামান্যতম ইংরেজি জানেন, অথবা ইংরেজি কিছুই বোঝেন না, অথবা ইংরেজি বিষয় কথা উঠলে পায়জামা গরম হয়ে যায়। অথবা ইংরেজি না জানার কারণে সহপাঠি,বন্ধু-বান্ধব ও-শিক্ষকের কাছে মাথা নিচু করে থাকতে হয়; ঠিক তাদের জন্য এই [সহজ Technique] You Tube Channel টি।
যারা, ইংলিশে কথা বলতে ও শিখতে আগ্রহী আছেন; অথচ ইংরেজি কোথা থেকে শুরু করবেন ? কার কাছে শিখবেন? কিভাবে শিখবেন কিছুই ভেবে পারছেন না ; ঠিক তাদের জন্য এই [সহজ Technique] You Tube Channel টি।
কেউ যদি ভেবে থাকেন যে, আমার উপর বোম্ব বাস্ট করলেও ইংরেজি শেক্ষা সম্ভব নয়; সেক্ষেত্রে আমি বলব- এ চ্যানেলর জন্য আপনি পারফেক্ট।
আপনারা কেহই লেখা পড়ায় দুর্বল নও; কিন্তু শিক্ষাদাতাগন ???? এর জন্য অনেকাংশে দায়ী।
আমরা যা কিছু শিখবো- মাতৃভাষার মাধ্যমে নতুন অথচ সহজ টেকনিকেই শিখবো।
আবার, অনেক-অনেক শিক্ষার্থী আছেন; যারা বাংলা ব্যাকরণ অতি সামান্য বোঝেন, ঠিক তাদের জন্যও এই [সহজ Technique] You Tube Channel টি। ফি-আমালিল্লাহ্!!! হে আল্লাহ, আপনি সকলের সহায় হউন। আমীন__
am, is, are, was , were have, has, do, does কোন কোন Subject -এর সাথে বসে এবং কেন বসে= • সহজ Technique. ;ইংরেজি কিছুই পারিনা। শুরু ...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: