PROMOTE BANGLA

সময়ের স্রোতে অনেক কিছুই ভেসে গেছে। যতটুকু আছে তাও বদলে যাচ্ছে ক্রমাগত। আমরা সময়ের সাথে দিনবদলের গল্প বলতে চাই। যে গল্প আশা জাগায়, যে গল্প স্বপ্ন দেখায়। পরিবর্তনের সেই গল্পকারদের সহযাত্রী হতে চাই আমরাও। গল্পের মালা গেঁথে চলা স্বপ্ন সারথীদের চোখে স্বপ্ন দেখাতে চাই প্রজন্মকে। আপনার সঙ্গ, সহযোগীতা, পরামর্শ, পথ দেখাবে আমাদের...