দোতারা বদলে দিলো চান রুবির সংসার-Dotara changed Chan Ruby's family.
Автор: PROMOTE BANGLA
Загружено: 2023-05-07
Просмотров: 1081
#promote
#documentary
#story
#দোতারার বাড়ি
#গাইবান্ধা
#gaibandha
এই বাড়িতে ঢুকলে অবাক হবেন যেকেউ। বাড়ির উঠোন জুড়ে তারে ঝুলছে বাহারী ডিজাইনের দোতারা। ঘরের ভেতর এমনকি বারান্দাতেও চোখে পড়ে ছোট বড় মাঝারী হরেক রকম দোতারা।
বাড়ির মালিক আতাউর রহমানের দোতারার প্রতি ঝোঁক সেই কিশোর বয়সেই। দোতারা বাজাতে বাজাতে শখের বসে তৈরি করেন একটি দোতারা। সেই থেকে শুরু। দুই যুগ ধরে বাণিজ্যিকভাবে বাড়িতেই খুলে বসেন দোতারার কারখানা। পনেরোশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন একেকটি দোতারা। তার এই কাজে শুরু থেকেই সহযোগীতা করছেন স্ত্রী চান রুবী বেগম।
দোতারা তৈরি করে বদলে গেছে আতাউরের জীবন। বলে রাখি বাউল, ভাটিয়ালী, জারি সারি বা লালনগীতির অন্যতম অনুষঙ্গ দোতারা। সেই প্রাচীনকাল থেকেই লোকজ বাদ্যযন্ত্র হিসেবে পরিচিতি লাভ করেছে দেশীয় ভাবনায় তৈরি এই যন্ত্রটি। সময়ের বিবর্তনে দোতারার বাজার নষ্ট হলেও এখনো কেউ কেউ সুরের এই অনন্য জাদুকরী যন্ত্রটি আগলে রেখেছেন। কারো কারো জীবনের চাকা ঘোরে এই যন্ত্রের সুরে সুরে। তেমনি একজন রংপুরের পীরগঞ্জের আতাউর রহমান মণ্ডল। দোতারা কারিগর এই মানুষটি তার সহধর্মিণীকে সাথে নিয়ে দেশের নানা প্রান্তরে পৌঁছে দিচ্ছেন এই যন্ত্রটি। বন্ধুরা আমার অনুরোধে সায় দিয়ে নিজের কন্ঠে গান গেয়েছেন আতাউর রহমানের স্ত্রী চাঁনরুবি বেগম।
আতাউর রহমান মণ্ডলের এই কারখানা থেকে এক মাসে প্রায় ৩শ’দোতারা তৈরি হয়।
দোতারা এক ধরনের লোকবাদ্যযন্ত্র। বাংলাদেশে ও পশ্চিম বাংলায় এর বেশি ব্যবহার পরিলক্ষিত হয়। ১৫ ও ১৬ শতকের সময় থেকেই বাংলার বাউল ফকিররা তাঁদের গানের সঙ্গে এই বাদ্যযন্ত্র ব্যবহার করে আসছেন। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানে প্রধানত দোতারা বাজানো হয়। দোতারার কোরডং কোরডং ধ্বনির সঙ্গে ভাওয়াইয়ার ভাঁজযুক্ত দীর্ঘ টানা কণ্ঠধ্বনির নিগূঢ় সম্পর্কের কারণে ওই গানকে ‘দোতারার গান’ নামেও অভিহিত করা হয়। তবে নামে দোতারা হলেও যন্ত্রটিতে তারের সংখ্যা সব সময় দুটিতেই সীমাবদ্ধ থাকে না। আসলে দুটি তারের সাহায্যেই এতে এক সপ্তকের সব সুর বাজানো যায় বলে একে দোতারা বলা হয়। কোনো কোনো দোতারায় তারের সংখ্যা চার থেকে ছয়টিও হয়ে থাকে। তারগুলো পিতল বা রেশমের পাকানো সুতা দিয়ে তৈরি। মাঝারি আকারের ঢেউয়ের মতো কাঠের ফ্রেমে চামড়া ও তার বেঁধে দোতারা তৈরি করা হয়। তারগুলোকে ফ্রেমের নিচ থেকে উঠিয়ে মাথায় কানের সঙ্গে পেঁচিয়ে বাঁধা হয়, যাতে কান ঘুরিয়ে সেগুলোর ধ্বনি নিয়ন্ত্রণ করা যায়। দোতারার মাথায় কাঠ কেটে ময়ূরের নকশা করা হয়। এর ‘কটি’ তৈরি করা হয় গরু-মহিষের শিং, হাড় বা কাঠের টুকরা দিয়ে। রংপুর অঞ্চলে একে বলা হয় ‘চুটকি’ বা ‘খুটনি’। আনুমানিক দেড়-দুই হাত লম্বা হয় দোতারা। এ বাদ্যযন্ত্রটি বসা অবস্থায় পায়ের ওপর রেখে এবং দাঁড়ানো অবস্থায় গলার সঙ্গে ঝুলিয়ে বাঁ হাতে আড়াআড়িভাবে ধরে ডান হাতে কটির ঘর্ষণ দিয়ে বাজানো হয়।
দোতারার তারগুলো ধ্বনির বিচারে চার ভাগে বিভক্ত। এগুলো হলো জিল তার, সুর তার, বম তার ও গম তার। ভাওয়াইয়া গান ছাড়াও মুর্শিদি, মারফতি, জারি ও কবি গানে অন্যান্য যন্ত্রের সঙ্গে দোতারাও বাজানো হয়। মধ্যযুগের ‘পদ্মাপুরাণ’, ‘ধ্যানমালা’ ইত্যাদি গ্রন্থে দোতারার উল্লেখ আছে।
গাইবান্ধার সাদুল্লাপুরের মিরপুর বাজারে যে কাউকে বললে দেখিয়ে দেবেন দোতারার কারিগর আতাউর রহমানের বাড়ি। মিরপুর বাজার থেকে কিলো তিনেক দুরে পীরগঞ্জের পানেয়া গ্রামে নিজ বাড়িতে দোতারার কারখানা গড়ে তুলেছেন আতাউর রহমান।
ANTI-PIRACY WARNING
This Content is Copyright to Team PROMOTE ! Any unauthorised reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material.Legal action will be taken against those who violate the copyright of the following material presented !
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: