Pranaram Travelogs

ঘুরতে-বেড়াতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল, বিশেষত বাঙ্গালীদের ক্ষেত্রে তো বলা হয় আমাদের পায়ের তলায় সরষে। একটু সুযোগ পেলেই আমরা ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি কখনও বা একা-একা আবার কখনও দল বেঁধে। ভ্রমণ যেমন আমাদের কাজের একঘেয়েমি দূর করে তেমনি প্রকৃতিকে আরো কাছ থেকে দেখার সুযোগ করে দেয়, আবার কোনো প্রসিদ্ধ স্থানের ইতিহাস ও ঐতিহ্যের সাথে আমাদের পরিচিত হওয়ার অবকাশও করে দেয়। ভ্রমণ আমাদের হৃদয়কে প্রসারিত করে ও মনের শান্তি এনে দেয়। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদানের জন্যই এই চ্যানেল তৈরি করা হয়েছে। সকল ভ্রমণ পিপাসুদের আমাদের চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই 🙏