একটি শান্ত নিরিবিলি আশ্রম কোয়ালপাড়া জগদম্বা আশ্রম | প্রাণারাম তীর্থযাত্রা: ২১ | Pranaram Travelogs
Автор: Pranaram Travelogs
Загружено: 2025-08-25
Просмотров: 920
একটি শান্ত নিরিবিলি আশ্রম "কোয়ালপাড়া জগদম্বা আশ্রম", বাঁকুড়া |
প্রাণারাম তীর্থযাত্রা : ২১ |
#pranaram Travelogs
#jagadambaashram
25.08.2025
⚜️ জগদম্বা আশ্রম, কোয়ালপাড়া ⚜️
জয়রামবাটী থেকে কলকাতা যাওয়া আসার পথে কোয়ালপাড়ায় কেদারবাবুর নতুন বাড়িটিতে (জগদম্বা আশ্রম নামে পরিচিত) শ্রীশ্রীমা এসে বিশ্রাম নিতেন এবং বেশ কয়েকবার রাত্রিযাপনও করেছেন।
🌺 শ্রীশ্রীমা ১৩২২ বঙ্গাব্দের ৬ই বৈশাখ (ইং ১৯১৫ খ্রীষ্টাব্দের এপ্রিল) কলকাতা থেকে এই বাড়িতে প্রথম পদার্পণ করেন এবং কিছু সময় অবস্থানের পর জয়রামবাটী রওনা দেন।
🌺 দ্বিতীয়বার, শ্রীশ্রীমা জয়রামবাটী থেকে এই বাড়িটিতে আসেন ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫) ভাদ্র মাসে এবং ১৫দিন এখানে অবস্থানের পর জয়রামবাটী ফিরে যান।
🌺 তৃতীয়বার, জয়রামবাটী থেকেই ১৩২৩ বঙ্গাব্দের (১৯১৬ খ্রীঃ) আষাঢ় মাসে শ্রীশ্রীমা এই বাড়িতে এসে একদিন থেকে পরদিন আহারাদির পর বিষ্ণুপুর রওনা করেন। মায়ের সাথে ছিলেন তাঁর ভারী পূজনীয় শরৎ মহারাজ।
🌺 চতুর্থবার, ১৩২৩ বঙ্গাব্দের ১৮ই মাঘ (১৯১৭ খ্রীঃ ৩১শে জানুয়ারি) কলকাতা থেকে আগমন এবং ২দিন অবস্থানের পর জয়রামবাটী যাত্রা।
🌺 পঞ্চমবার, শ্রীশ্রীমা জয়রামবাটী থেকে জগদম্বা আশ্রমে আসেন ১৩২৪ (১৯১৮ খ্রীঃ) এর ফাল্গুন মাসের শেষের দিকে এবং ১৫ই বৈশাখ, ১৩২৫ পর্যন্ত অবস্থানের পর জয়রামবাটী ফিরে যান।
🌺 ষষ্ঠবার, জয়রামবাটী থেকে ১৩২৫ এর ২২শে বৈশাখ (১৯১৮ খ্রীঃ ৫ই মে) শ্রীশ্রীমা এই বাড়িতে একদিন অবস্থান করে , সেইবার ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুর যাত্রা করেন।
🌺 শেষবার, শ্রীশ্রীমা জয়রামবাটী থেকে ১৩২৬ বঙ্গাব্দের ১২ই ফাল্গুন (১৯২০ খ্রীঃ ২৪শে ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টা নাগাদ জগদম্বা আশ্রমে এসে পৌঁছান। পরদিন দুপুর ১২টা নাগাদ পালকি করে বিষ্ণুপুর আসেন এবং ভক্ত সুরেশ্বর সেনের বাড়ীতে আহারাদি গ্রহণের পর সেখানেই মায়ের স্থূল শরীরের শেষ ছবি তোলা হয়। ২৭শে ফেব্রুয়ারি মধ্যাহ্নে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে রাত্রি ১০টা নাগাদ উদ্বোধন -এর বাড়িতে এসে পৌঁছান।
উল্লেখ্য, একবার অসুস্থ রাধুকে নিয়ে মা এই বাড়িতে থাকাকালীন ত্রেতাযুগে তাঁর সীতা রূপের স্বরূপ প্রকাশ করেছিলেন।
🌷🙏🌺 জয় জগজ্জননী মা সারদা 🌺🙏🌷
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: