Tanvir Mokammel

বাংলাদেশের বিকল্পধারার চলচ্চিত্রের অন্যতম পুরোধা তানভীর মোকাম্মেল একাধারে চলচ্চিত্রনির্মাতা, সাহিত্যিক ও চলচ্চিত্রের শিক্ষক। চলচ্চিত্রের বিষয় হিসেবে মুক্তিযুদ্ধ, সাতচল্লিশের দেশভাগ এবং প্রান্তিক মানুষদের সামাজিক-রাজনৈতিক নানা বিষয় ছাড়াও বাংলাদেশের নদী ওঁর প্রিয়। বাংলার নদী ও নদীগুলিকে ঘিরে বয়ে চলা মানুষদের জীবনপ্রবাহ নিয়ে তানভীর মোকাম্মেল নির্মাণ করেছেন একাধিক পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র।

তানভীর মোকাম্মেল মোট চব্বিশটি (২৪টি) চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে আটটি (৮টি) কাহিনীচিত্র ও ষোলটি (১৬টি) প্রামাণ্যচিত্র।

তানভীর মোকাম্মেল নিয়মিত কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী লিখে থাকেন। এ পর্যন্ত তানভীর মোকাম্মেল মোট সাতাশটি (২৭টি) গ্রন্থ রচনা করেছেন।

তানভীর মোকাম্মেল এ পর্যন্ত দশবার (১০বার) জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং ২০১৭ সালে বাংলাদেশের সম্মানীয় রাষ্ট্রীয় খেতাব “একুশে পদক” অর্জন করেন। ২০২৩ সালে বাংলা একাডেমী তানভীর মোকাম্মেলকে “সাম্মানিক ফেলোশিপ” প্রদান করে।

তানভীর মোকাম্মেল বর্তমানে “বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট”-য়ের পরিচালক।