The making of Lalon film | Tanvir Mokammel
Автор: Tanvir Mokammel
Загружено: 2025-06-01
Просмотров: 2089
চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল লালন ফকিরের জীবন ও দর্শনের উপর সুদীর্ঘ গবেষণা করে ২০০৪ সালে নির্মাণ করেন “লালন” কাহিনীচিত্রটি। নির্মাতা হিসেবে তানভীর মোকাম্মেল এখানে সুবিস্তারে বর্ণনা করেন, ওঁর চলচ্চিত্র টিমের প্রত্যেকের অত্যন্ত আন্তরিক প্রচেষ্টা ও গভীর ভালোবাসার মাধ্যমে, কীভাবে চলচ্চিত্রটি নির্মাণের চ্যালেঞ্জগুলোকে উত্তরণ করেছিলেন।
চলচ্চিত্রটি নির্মাণে চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন আনোয়ার হেসেন, শিল্প নির্দেশনায় উত্তম গুহ, আবহসঙ্গীতে সৈয়দ সাবার আলী আরজু, পোষাক ও প্রপসে চিত্রলেখা গুহ, সম্পাদনায় মহাদেব শী এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন সৈয়দ সাবার আলী আরজু, সগীর মোস্তফা ও সারোয়ার তমিজউদ্দিন এবং প্রযোজনায় ছিলেন অঞ্জন চৌধুরী পিন্টু। “লালন” চলচ্চিত্রটিতে অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, শমী কায়সার, চিত্রলেখা গুহ, রামেন্দু মজুমদার, আজাদ আবুল কালাম, ওয়াহিদা মল্লিক জলি, তামান্না ইয়াসমিন তিথি, ভাস্বর বন্দোপাধ্যায়, খুরশীদুজ্জামান উৎপল, সাইদুর রহমান বয়াতী, ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ্, কার্তিক দাস বাউল, পাগলা বাবলু, ফকির বলাই শাহ্, ফকির সেলিম শাহ্, কৃষ্ণা ঘোষ, অর্ক, নৈরিত ও অন্যান্যরা।
চলচ্চিত্রটি ফুকোওয়া (জাপান), লন্ডন, ক্লিল্যান্ড (যুক্তরাষ্ট্র), গোয়া (ভারত) এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং একটি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পায়।
উল্লেখ্য, তানভীর মোকাম্মেল লালন ফকিরের জীবন ও সঙ্গীতের উপর ইউনেস্কোর সহায়তায় ১৯৯৬ সালে “অচিন পাখী” নামে একটা প্রামাণ্যচিত্রও তৈরী করেছিলেন।
তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দেখুন Kino-Eye Films চ্যানেলে - / @kinoeyefilms
#LalonFilm #TanvirMokammel #BanglaCinema #LalonFakir #BehindTheScene #লালন #MakingOfLalon #BangladeshiCinema #তানভীর_মোকাম্মেল #LalonPhilosophy #BaulMusic #লালন_সিনেমা #BanglaFilmHistory
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: