নব সজল জলধর কায় | Naba Sajala Jaladhara Kay | শ্যামাসঙ্গীত | কালীকীর্তন | ব্রহ্মচারী সাগর মহারাজ
Автор: Dharmakatha: Self Realization is Religion
Загружено: 2026-01-05
Просмотров: 256
নব-সজল-জলধর-কায়।
শ্যামারূপ হেরিলে, কালীরূপ হেরিলে, প্রাণ গলে যায়।
কপালে সিন্দুর, কটিতে ঘুঙ্গুর, রতন-নূপুর পায় (মায়ের);
হাসিতে হাসিতে দানব নাশিছে, রুধির লেগেছে গায় (মায়ের)।
চরণ যুগল অতি সুশীতল - প্রফুল্ল কমল প্রায় (আ মরি);
কমলাকান্তের মন নিরন্তর ভ্রমর হইতে চায় (ও পদে)॥
“নব-সজল-জলধর-কায়”—এই অমর শ্যামাসঙ্গীত-এ কবি কমলাকান্ত ভট্টাচার্য কালীমায়ের রূপ ও মহিমা গভীর ভক্তিতে বর্ণনা করেছেন।
শ্যামারূপ বা কালীরূপ দর্শন করলেই ভক্তের প্রাণ গলে যায়—এই গানের প্রতিটি চরণে সেই অভিজ্ঞতার প্রকাশ।
মায়ের কপালের সিন্দুর, কটিতে ঘুঙ্গুর, রতন নূপুরের নিনাদ—
হাসিতে হাসিতে দানবনাশ, রুধিরে রঞ্জিত দেহ—
আর তাঁর চরণযুগল শীতল কমলের মতো প্রশান্ত।
✨ এই গান আমাদের মনে করিয়ে দেয়—
Self Realization is Religion
মায়ের চরণেই আত্মা খুঁজে পায় শান্তির আশ্রয়।
🙏 মন দিয়ে শুনুন, হৃদয়ে ধারণ করুন,
আর মায়ের চরণে নিজেকে সমর্পণ করুন।
শিল্পী : ব্রহ্মচারী সাগর মহারাজ | Br. Sagar Maharaj
স্থান: রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকা, বাংলাদেশ | Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka, Bangladesh
কথা: কমলাকান্ত চক্রবর্তী | Kamalakanta Chakrabarty
তালঃ বারোয়াঁ - আড়খেমটা
Inspired by: Self Realization is Religion
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: