Dream Holiday Park Narsingdi | ড্রিম হলিডে পার্ক, নরসিংদী | Vlog 12 | Goni Bhai | 2019
Автор: Go See & Explore
Загружено: 2019-03-15
Просмотров: 15225
Dream Holiday Park Narsingdi | ড্রিম হলিডে পার্ক, নরসিংদী | Vlog 12 | Goni Bhai | 2019
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের অবস্থান। আনন্দময় অবকাশ যাপনে চলুন জেনে নেই ড্রিম হলিডে পার্কে যাবার উপায়, আবাসন ব্যবস্থা, খরচ এবং বিনোদন আয়োজনের বিস্তারিত তথ্য।
◻️ কীভাবে যাবেন:
ঢাকার মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে ৯০ থেকে ১০০ টাকা ভাড়া লাগে। ঢাকার কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে আন্তঃনগর এগারসিন্দুর কিংবা মহানগর গোধূলী ট্রেনে করে নরসিংদী রেলস্টেশনে এসে সেখান থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সহজেই ড্রিম হলিডে পার্কে যাওয়া যায়। আর ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে সরাসরি পার্কে চলে যেতে পারবেন।
আবার ঢাকা-সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া এবং সিলেটগামী যেকোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ ও ঘোড়াশাল হয়ে নরসিংদী যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।
◻️ প্রবেশ টিকেটের মূল্য
ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। পার্কে প্রবেশ টিকেটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জনপ্রতি ৩০০ টাকা ও শিশুদের জন্যে ২০০ টাকা। পার্কে প্রবেশ টিকেটের মূল্য পরিশোধ করলেই সাফারি পার্কে ফ্রি প্রবেশ করা যায়। ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ টিকেটের মূল্য ৩০০ টাকা। পার্কের বিভিন্ন রাইড চড়তে রাইড ভেদে খরচ করতে হবে জনপ্রতি ৪০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। তবে চাইলে বিশ রকমের রাইড নিয়ে কাপল কিংবা ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন। কাপল প্যাকেজের মূল্য ২,৫০০ টাকা এবং ৪ জনের জন্যে ফ্যামিলি প্যাকেজ মূল্য ৪,৫০০ টাকা। আর এখানে ৫০০ জনের পিকনিক আয়োজনে খরচ হবে দেড় লাখ থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত।
◻️ কোথায় থাকবেন:
ড্রিম হলিডে পার্কে চারটি বিলাসবহুল কটেজ রয়েছে চাইলে সেগুলিতে রাত কাটাতে পারেন। অথবা নরসিংদী শহরে বিভিন্ন মানের হোটেল থেকে একটু যাচাই করে নিজের জন্য উপযোগী আবাসিক হোটেল বেছে নিতে পারেন।
Hi I Am Osman Goni Tanbir Bangladeshi YouTube Sensation. The "Goni Bhai" channel will give you some amazing and the craziest shows, that you have to enjoy.
this is my 012 vlog ..IF You Guys Enjoy My Videos Then please Do Subscribe, For More Upcoming Videos And What Video You Want To See Comment Below
EDIT : OSMAN GONI TANBIR
GONI BHAI FACEBOOK PAGE : / goni-bhai-yo. .
OSMAN GONI TANBIR FACEBOOK : https://www.facebook.com/profile.php?...
Add Our Facebook Group #Gorib
link : / 24071 .
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: