Imran Musicz - Vhalo Thakar Ovinoy ( ভালো থাকার অভিনয় ) | Mixtape Feelings [ EP ]
Автор: Imran Musicz
Загружено: 2025-12-14
Просмотров: 47
from the EP - THE LAST MIXTAPE FEELINGS
LYRICS:
ভালো থাকার অভিনয়" (The Act of Being Fine)
(Verse 1)
রাস্তাটা আজ অন্যরকম, পুরোনো কোনো ছায়া নেই,
বদলে ফেলেছি অভ্যাস সব, চলি নিজের মতোই।
তোমাকে ছাড়া বাঁচা যায়, প্রমাণ করেছি নিজেই,
তবুও গভীর রাতে মন, ফিরে যায় তোমারই সেই নেই।
(Chorus)
শোনো, আর ফিরে এসো না, তুমি আর ফিরো না এই পথে,
আমি তো এখন ভালো আছি, মিথ্যে বলি শান্তিতে।
আসলে অনুশোচনা টানে, কেনো ছেড়ে দিলাম তোমায়?
আমি ভালো থাকার অভিনয় করি, কিন্তু মন কাঁদে নিরুপায়।
(Verse 2)
তোমার চলে যাওয়া ছিলো, হয়তো এক মুক্তির গান,
আমারই ভুলে শেষ হলো, এই প্রেমের অভিযান।
আজকে যখন অন্য কেউ, খোঁজে আমারই সান্নিধ্য,
তবুও কেন তোমার অভাব, মনে হয় অনিবার্য।
(Chorus)
শোনো, আর ফিরে এসো না, তুমি আর ফিরো না এই পথে,
আমি তো এখন ভালো আছি, মিথ্যে বলি শান্তিতে।
আসলে অনুশোচনা টানে, কোনো ছেড়ে দিলাম তোমায়?
আমি ভালো থাকার অভিনয় করি, কিন্তু মন কাঁদে নিরুপায়।
(Bridge)
যদি তুমি ফিরে আসো, ভেঙে যাবে এই দেয়াল,
আমার সব দুর্বলতা, হবে যে প্রকাশ বেহাল।
তাই, দূর থেকেই ভালো থেকো, এটাই শেষ অনুরোধ,
তোমার ফেরাটা ডেকে আনবে, আমারই সব প্রতিশোধ।
(Outro)
ভালো আছি আমি... তুমি আর ফিরো না...
এটাই ভালো থাকার শেষ কথা...
(কিন্তু মন টানে...)
কেন হারালাম তোমায়?
Insta: Imran Musicz
❤️ Like | 💬 Comment | 🔁 Share | 🔔 Subscribe
#Valo_thakar_ovinoy #Imranmusicz #ep #bangla #music
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: