Imran Musicz - Bodle Gechi ( বদলে গেছি ) | Mixtape Feelings [ ep ]
Автор: Imran Musicz
Загружено: 2025-12-14
Просмотров: 8
from the ep - MIXTAPE FEELINGS
Lyrics:
(Verse 1)
বদলে গেছি আমি আজ, চেনা সেই মানুষ নেই আর,
পুরোনো সে ভুলগুলো মুছে, ফেলেছি সব অন্ধকার।
তোমার স্মৃতি গুলোকেও দিচ্ছি ছুটি, জানি ফিরবে না সে আর,
আমি এখন নিজের আলোয় বাঁচি, নিজেরই সজাগ পাহাড়।
(Chorus)
অন্য কাউকে চাই না, চাই শুধু এই স্বাধীনতা,
যেখানে ফুলের মূল্য নেই, সেখানে শূন্য আমার মমতা।
ভবিষ্যতে তুমি ঠকে গেলে, আমাকে ডাক দিও না আর;
ফিরো না এই পথে, তুমি মানুষ চিনবে একদিন, হবে উপলব্ধি তোমার।
(Verse 2)
তোমার কাছে সহজ ছিলাম, তাই তো মূল্য ছিল কম,
হীরের বদলে তুমি চেয়েছিলে, কিছু কাঁচের উপহার।
ভুল মানুষের প্রেমে পড়ে, আমি আজ শিখলাম এই খেলা,
তাই তোমায় ভুলে যাওয়ার পথটাই, ছিল আমার সেরা মেলা।
(Chorus)
অন্য কাউকে চাই না, চাই শুধু এই স্বাধীনতা,
যেখানে ফুলের মূল্য নেই, সেখানে শূন্য আমার মমতা।
ভবিষ্যতে তুমি ঠকে গেলে, আমাকে ডাক দিও না আর;
ফিরো না এই পথে, তুমি মানুষ চিনবে একদিন, হবে উপলব্ধি তোমার।
(Bridge)
একলা পথেই হাঁটছি ভালো, নেই কোনো পিছুটান,
আমার গল্পে আমি এখন নিজেই প্রধান।
সময় সব বোঝাবে তোমায়, কে ছিলো তোমার পাশে,
সেদিন তোমার ভুল ভাঙবে, যখন কেউ না ভালোবাসে।
(তুমি মানুষ চিনবে একদিন)
সেদিন আমাকে ডেকো না,
(আমি বদলে গেছি, আমি বদলে গেছি)
সব হিসেব চুকিয়ে দিয়েছি।
Insta: Imran Musicz
❤️ Like | 💬 Comment | 🔁 Share | 🔔 Subscribe
#bodlegechi #imranmusicz #ep #mixtape #feelings #বদলে_গেছি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: