Imran Musicz - Na Paowar Sur ( না পাওয়ার সুর ) | Mixtape Feelings [ EP ]
Автор: Imran Musicz
Загружено: 2025-12-14
Просмотров: 64
from the EP - THE LAST MIXTAPE FEELINGS
Lyrics:
"না-পাওয়ার সুর"
(Verse 1)
তোমার পথে আলোর রেখা, আমার পথে ভিন্ন তারা,
প্রেমের মাঝে দেয়াল ছিলো" তাই তো দুজন দিশাহারা।
হাত ধরে সব স্বপ্ন বোনা, হয়নি পূরণ এই জীবনে,
না-পাওয়ারই সুর বাজে আজ, এই ভাঙা হৃদয় কোণে।
(Chorus)
এ কেমন বিচার, প্রভু? এ কেমন বিধি?
ভালোবাসা তো ছিলো, ছিলো না শুধু মিলন-সিদ্ধি।
হৃদয় জুড়ে আজও কাঁদে, সে নামটা ধরে;
ধর্মের ফেরে, সবই যে গেলো, এক লহোমায় ঝরে।
(Verse 2)
কতো রাত জেগেছি একা, তোমার কথাই ভেবে,
আলাদা পথের পথিক জেনেও, তোমাকেই চেয়েছি রবে।
লোকের চোখে হাজার প্রশ্ন, সমাজের কড়া বাঁধন,
বলতে পারেনি এ মন, তুমিই ছিলে আমার আপন।
(Chorus)
এ কেমন বিচার, প্রভু? এ কেমন বিধি?
ভালোবাসা তো ছিলো, ছিলো না শুধু মিলন-সিদ্ধি।
হৃদয় জুড়ে আজও কাঁদে, সে নামটা ধরে;
ধর্মের ফেরে, সবই যে গেল, এক লহোমায় ঝরে।
(Bridge)
আজও খুঁজি সেই হাসি, পুরোনো সব স্মৃতিতে,
জানি হবে না সে ফেরা, এই কঠিন পৃথিবীতে।
যদি ধর্ম না হতো কাঁটা, যদি সমাজ দিতো ছুটি,
তবে হয়তো আজ দুজনার পথ হতো একটাই, হতো না এতো খুঁটি।
(Chorus)
এ কেমন বিচার, প্রভু? এ কেমন বিধি?
ভালোবাসা তো ছিলো, ছিলো না শুধু মিলন-সিদ্ধি।
হৃদয় জুড়ে আজও কাঁদে, সে নামটা ধরে;
ধর্মের ফেরে, সবই যে গেল, এক লহোমায় ঝরে।
Insta: Imran Musicz
❤️ Like | 💬 Comment | 🔁 Share | 🔔 Subscribe
#Na_Paowar_Sur #imranmusicz #mixtape #feeling #bangla #new #music
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: