দৃষ্টিনন্দন কাঠের সেতু , নবাবগঞ্জ.Drishtinandan wooden bridge, Nawabganj
Автор: Nawabganj TV
Загружено: 2022-07-11
Просмотров: 258
দৃষ্টিনন্দন কাঠের সেতু , নবাবগঞ্জ
দিনাজপুর জেলার দু’টি উপজেলার মধ্যে বিস্তৃত দেশের বৃহত্তম শালবন। যার কিছু অংশ নবাবগঞ্জ আর কিছু অংশ বিরামপুর উপজেলার দখলে রয়েছে। আর দু’টি অংশের মধ্যে রয়েছে ৩৬০ হেক্টর এলাকাজুড়ে আশুড়ার বিল। এই বিলে নির্মিত হয়েছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ আঁকাবাঁকা সেতু। এর নাম দেয়া হয়েছে শেখ ফজিলাতুন্নেছা সেতু।
২০০৮ সালে এই বৃহত্তম শালবনটিকে সরকারিভাবে জাতীয় উদ্যান ঘোষণা করা হলেও গত কয়েক বছর তেমন কোনো পর্যটকের ছোঁয়া লাগেনি। তবে কাঠের সেতু নির্মাণের পর তা দেখতে আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার, হাজার পর্যটকের পদচারণায় মুখর হয় জাতীয় উদ্যানটি। এই জাতীয় উদ্যান ৫১৭.৬১ হেক্টর বা ১২৭৮.৪৯ একর এলাকা নিয়ে বিস্তৃত। জাতীয় উদ্যানের ভেতরে বিশাল শালবন ছাড়াও আশুড়ার বিল, সীতার কোট বিহার ও বাল্মীকি মনির থান অবস্থিত।
২০১৯ সালের জুন মাসে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের উদ্যোগে প্রথমবারের মতো উদ্যানটিতে পর্যটকদের আকর্ষণের জন্য নির্মাণ করা হয় ৯০০ মিটারের একটি কাঠের সেতু। সম্পূর্ণ শাল কাঠে নির্মিত এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১২ লাখ টাকা। সময় লেগেছে প্রায় দুই মাস। এটি পূর্ব-পশ্চিমে নির্মিত। সেতুটির আকার দেয়া হয়েছে ইংরেজি বর্ণ জেডের মতো। সেতুটির পশ্চিমে খটখটিয়া কৃষ্ণপুর ও পূর্ব দিকে নবাবগঞ্জ। ফলে এই দুই অংশের বাসিন্দারা সেতুটি ব্যবহার করতে পারেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: