নরসিংদীর ঐতিহ্যবাহী তালতলী মাছের বাজার Green_Lover_24
Автор: Green Lover 24
Загружено: 2025-12-30
Просмотров: 123
নরসিংদীর ঐতিহ্যবাহী তালতলী মাছের বাজার Green_Lover_24 #মাছেরবাজার নরসিংদী জেলার পলাশ এবং শিবপুর উপজেলার এবং গাজীপুর উপজেলার কালিগঞ্জ থেকে প্রচুর পরিমাণে মানুষ এই বাজারে আসে তাদের পছন্দের মাছ ক্রয় করার জন্য এই বাজারে প্রতি শুক্রবার এবং সোমবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় ছোট পুকুরের এবং নদীর এবং খাল বিলের মাছ উঠে থাকে এবং সাশ্রয়ে মূল্যে ক্রেতাদের পছন্দ অনুযায়ী ক্রয় করতে পারে কে তাদের পছন্দের উপর ভিত্তি করে মাছ ব্যবসায়ীরা বিভিন্ন রকমের মাছ নিয়ে আসেন ব্যবসায়ীর ও লাভবান হচ্ছেন এবং যারা ক্রয় করছে তারাও তাদের স্বাচ্ছন্দ্য মতো সকল ধরনের মাছ ক্রয় করতে পারতেছেন এতে ক্রেতা এবং বিক্রেতা দুজনই খুশি বিভিন্ন বিয়েশাদী এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবারের যে আয়োজন করা হয় বর্তমানে প্রায় আয়োজন এর মাঝে মাছের একটা সমর উপর থাকে এইজন্য মাছের বিভিন্ন আইটেম করার জন্য এই বাজার থেকে হাতের পছন্দ অনুযায়ী মাছ ক্রয় করে থাকে অনেকে আবার আত্মীয়-স্বজনের বাড়িতে মাছ নিয়ে সামাজিক রীতি মেনে যে থাকেন তাই আপনিও আসুন আপনার পছন্দ অনুযায়ী পুকুর বিল হাওর নদীর বিভিন্ন রকমের মাছ ক্ষয় করার জন্য ঐতিহ্যবাহী তালতলী বাজার ইনশাআল্লাহ #বাংলাদেশ #নরসিংদী #মাছ #মাছধরা #মাছের_ভিডিও #মাছবাজার #মাছ #মাছধরা #তালতলী #শিবপুর #পলাশ # / 1jdfuvbot6
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: