জারবেরা ফুল গাছে এত এত ফুল কিভাবে ফুটছে, জবা গোলাপ ক্যামেলিয়া গাছের গুরুত্বপূর্ণ টিপস দিল মিলন দা
Автор: Green Friends
Загружено: 2022-02-24
Просмотров: 86500
#gerbera_plant_care #gardening_important_tips
আজ আমরা জেনে নেবো কিভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণে জারবেরা ফোটানো যায় এমন একটি ফুল পছন্দ করে না এমন কেউ হতেই পারে না কিন্তু এই গাছ করতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সহজে শিখব আজ আমরা বিশেষ করে ফাংগাল প্রবলেম প্রচুর পরিমাণে দেখা যায় এই গাছে।
এই ধরনের ফাংগাল প্রবলেম যদি না হয় সেই চেষ্টা আমরা করবো আর মিলনদা আমাদেরকে শুধুমাত্র জারবেরা নয় এখানে বিভিন্ন ধরনের জবা বিভিন্ন ধরনের গোলাপ ও ক্যামেলিয়া গাছে কত সহজে ফুল পাওয়া যায় সে নিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ টিপস আজ আমাদের সামনে তুলে ধরেছে।
গোলাপ গাছের বিভিন্ন ধরনের পোকা দেখা যায় এবং কোন কোন ওষুধ ব্যবহার করলে গোলাপ গাছের জন্য ভালো হবে জারবেরা গাছের জন্য ভালো হবে সাথে জবা গাছ ও আমরা খুব ভালো করতে পারব তাই ভিডিওটি সম্পূর্ন মন দিয়ে দেখতে হবে আর শুধু ভিডিও দেখলে হবে না কিছু কিছু অংশ লিখে রাখতে হবে তবেই আপনি একটি সুন্দর ভালো বাগান তৈরি করতে পারবেন।
জানা ভাগল ভালো বাগান করে তাদেরকে তুলে ধরা হয় এই চ্যানেলের মাধ্যমে বা সুন্দর বাগান যারা তৈরি করেছে তাদের থেকে আমরা নতুন নতুন জিনিস গুলো শিখে নিজেদের মতন করে বাগান করতে পারি, ভাল থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর করে নিজের মতন করে বাগান তৈরি করবেন।
এখানে যে সমস্ত খাবার বা মাটির যেগুলি যা বলা হয়েছে সবকিছু সুন্দর করে মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে ও আপনাদের গাছে ব্যবহার করতে হবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: