ei tumi || KaaktaalRaw V05 Ch04
Автор: Kaaktaal
Загружено: 2023-12-21
Просмотров: 124520
এই তুমি
Capo 3
Am E Am
ছায়ার উপর পড়লে ছায়া গাঢ় হয়না ধূসর
Am Dm E
দম ফুরালে সবার বোধহয় ঠিকানা এক কবর
Am Dm
গত রাতের ছায়াগুলো সেরকমই ছিল আমার
G E
আগের আঁধার জাপটে ধরে মিলে গিয়েছিল
Dm Am
তোমার সাথে ভাগ করে নিয়েছি বলে সেটাও দেখো
G C E
ভোরের আলোর সাথে হালকা হতে হতে উধাও
Am Dm Am
দেখি এই তুমি যে সেই তুমি আর নও
Am E
বদলে যাওয়ার সাথে হয়ত ফায়দা থাকবে তাই না
Am Dm E
সবই বদলে যাচ্ছে মনের রঙ বদলায় না
Am Dm
তোমার বাড়তি আলো আমার বাড়তি আঁধার মিলে মিশে
G E
জট পাকাবে আবার আমার বিছানার বালিশে
Dm Am
এমন মাথা নষ্ট হবার অপেক্ষাতে বসে
G C E
ভাবি কি পেলাম কি হারতে হল এমন হিসাব কষে
Am Dm G E
আসলে এসব কথা তোমার জন্য নয়
Am Dm G E
আমি আয়নাতে তাকালে শুধু অন্য কাউকে পাই…
বুঝি এই আমি যে সেই আমি আর নই।
Lyric Tune Voice Aia Lemonsky
#kaaktaal
#kaaktaalraw
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: