ডাকিবো না প্রিয় | Dakibo Na Priyo | নির্মলেন্দু গুণ | Tuhiner Gaan
Автор: Tuhiner Gaan
Загружено: 2023-01-02
Просмотров: 11724
#ডাকিবো_না_প্রিয় #নির্মলেন্দু_গুণ #Tuhiner_Gaan #tuhin #Tuhin_Kanti_das
সারাবছরের অপেক্ষার পর উৎসব আসে আবার চলে যায় বিসর্জনের অমোঘ নিয়মে। কিছু স্মৃতি স্মরণের জানলায় থেকে যায় আজীবন। অসুর বিনাশী দেবীর আশীর্বাদ স্বরূপ সেরকম একটা মনোমুগ্ধকর প্রণয় অনুভূতির গাঁথা নির্মলেন্দু গুণের "স্মরণ" কবিতাটি। কবিতাটি আকাশ গায়েন এর একটা ফেসবুক স্টেটাসের সুবাদে আমি সুর করেছিলাম কিছুদিন আগে। সেই সুরকে নিয়ে মূয়ীয মাহফুজ (Muiz Mahfuz)ভাইয়ের সাথে আড্ডা হচ্ছিল, অপ্রস্তুত অবস্থাতেই যার অডিও ধারণ করা হয়। যা প্রকীরণ দে আকাশ তার স্বতঃস্ফূর্ত আন্তরিকতায় এমন ভিডিওতে রূপান্তরিত করেছে। ভিডিওটি একদমই কাঁচা হাতের কাজ যার সবকটা ছবি ফেসবুক থেকে সংগৃহীত। ভবিষ্যতে কোন একদিন গানটি ভালভাবে গুছিয়ে রেকর্ড করার ইচ্ছে আছে। ততোদিন আপনাদের ভালবাসার আশ্রয়ে থাকুক এই কবিতা কিংবা গান। শোনার সময় হেডফোন নিতে পারেন, ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: