দুপ্টা সঙ্গম,চকদহি,কাপা মাল- আদিবাসী গ্রামে রাত্রিবাস।
Автор: Niranjan Yatra Narmada
Загружено: 2025-12-15
Просмотров: 222
২৪শে এপ্রিল সকালে বিলগড়া আশ্রম থেকে বেরিয়ে প্রথমে পাকা রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে তারপর পাকদন্ডী পথ ধরলাম। আনুমানিক তিন কিলোমিটার দূরে দুপ্টা নদীর একটা শুকনো অংশ পার হয়ে মায়ের তীরে পৌঁছে গেলাম। এখানে খানিকটা পথ হারিয়ে গেল। এবার একটু উপরে উঠে একটা খাড়া পাহাড়ের কোল ঘেঁষে পথ পেলাম। পাহাড় ও নর্মদা মায়ের মাঝে সরু পাকদন্ডী পথ। পাহাড়ের শেষে উঁচু টিলার উপর একটি আশ্রম আছে। এখানে এক সন্ন্যাসী ও এক সন্ন্যাসিনী থাকেন। ভিতরে শিবমন্দির, নর্মদা মায়ের মন্দিরের সাথে আছে শ্রীরামকৃষ্ণ সারদামাতা ও স্বামিজীর ছবির। এখানে কিছু সময় বিশ্রাম ও বালভোগ নিলাম। আশ্রমের পরে পড়লো দুপ্টা নদী সঙ্গম। বেশ স্রোত ও পিছল শেওলা। পা টিপে টিপে পার হলাম। এরপর পথ খুঁজে খুঁজে নদী ও পাহাড়ের মধ্যেকার পাকদন্ডী পথ চিনে দীর্ঘ পথ চললাম। এখানে খানিকটা খুব পাথুরে বোল্ডারের মধ্যে দিয়ে পথ। আবার কিছুটা ছায়াঘেরা। তবে পথ হারানোর ভয় আছে। নদীতে বেশ স্রোতের টানে। এগারোটার পর নদীর তীর দিয়ে আর এগুনোর পথ পেলাম না। এবার উপরে উঠে বিশাল মাঠ পেরিয়ে চকদহি গ্রামের দিকে হাঁটতে থাকলাম। মাথার উপর সূর্য দেবতার গনগনে আগুন। গ্রামে একটি বাড়িতে ঢুকে পড়লাম সরাসরি। গৃহকর্ত্রীকে বললাম মা আর চলতে পারিনা, তোমার এখানে দুপুরটা কাটাবো ? এক বৃদ্ধ বেরিয়ে এসে আমাকে সাদরে বসতে দিলেন। নলকূপের জলে হাতমুখ ধুয়ে বারান্দায় ছায়ায় বসলাম। দুপুরে সবার সাথে বসে ভরপেট ডালভাত খেলাম। বাড়ির এগারো বছরের মেয়েটির নাম রেবা, খুব সাজগোজ করতে ভালোবাসে। সে তার দাদাকে লিপস্টিক পরানোর ধান্ধায় ছিল। ঘরে আমারও একটি মেয়ে আছে, তার কথা মনে পড়লো। সাধুর পিছনে তাকাতে নেই। বিদায়ের আগে মেয়েটির হাতে সামান্য কিছু টাকা দিয়ে পা ছুঁয়ে প্রনাম করলাম। বললাম মা, শিগ্গির আশীর্বাদ করে দাও আর এই টাকা দিয়ে সাজের জিনিসপত্র কিনে নিয়ো। মায়া বাড়াবো না। দ্রুত পথ চলতে শুরু করলাম। চকদহি থেকে আড়াই ঘণ্টা পর আদিবাসী গ্রাম কাপা পৌঁছলাম। গ্রামের শেষ অংশে এক নর্মদা মায়ের সেবিকা বৃদ্ধার ঘরে আশ্রয় পেলাম। দীর্ঘ বাইশ কিমি পথ হেঁটে খুব ক্লান্ত। মনে হলো এবার ব্যাগের ওজন কমানো দরকার। এই মায়ের ঘরে একটা টিশার্ট, পাজামা, ছেঁড়া লুঙ্গি, একটা গরম শাল ও এক পুঁটুলি চাল ছেড়ে গেলাম। সাথে নিয়ে গেলাম এই মায়ের আদর আপ্যায়নের মধুর স্মৃতি। নর্মদে হর।
#narmadaparikrama #narmada padyatra #narmada maiya # tapobhoomi #tapobhoomi narmada #hindupilgrimage #tirth yatra
#tirth darshan #tirth bhumi #padyatra
#নিরঞ্জন যাত্রা নর্মদা #নর্মদা পরিক্রমা # নর্মদা পদযাত্রা # মা নর্মদা #তপোভূমি # তপোভূমি নর্মদা # পদযাত্রা # তীর্থ পর্যটন # তীর্থ দর্শন # তীর্থ ভ্রমণ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: