বঙ্গোপসাগর থেকে টেকনাফের জেলেদের মাছ সিকার
Автор: Mr.Ebrahim02
Загружено: 2026-01-18
Просмотров: 27
আসসালামু আলাইকুম,
আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে আজ আমরা শুধু নীল জলরাশি দেখবো না, দেখবো সমুদ্রের আসল লড়াকু সৈনিকদের—আমাদের জেলে ভাইদের।
কক্সবাজারের জেলেরা কীভাবে বিশাল জাল (টানা জাল) ব্যবহার করে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে, তা সত্যিই দেখার মতো। কাকডাকা ভোর থেকে শুরু করে কড়া রোদ পর্যন্ত তাদের এই হাড়ভাঙা খাটুনি আমাদের পাতে সুস্বাদু সামুদ্রিক মাছ পৌঁছে দেয়। ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন:
জেলেদের ঐক্যবদ্ধ হয়ে জাল টানার রোমাঞ্চকর দৃশ্য।
জালে আটকে পড়া বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।
তাদের জীবনসংগ্রাম এবং সমুদ্রের প্রতি তাদের ভালোবাসা।
সামুদ্রিক মাছ ধরার এই ঐতিহ্যবাহী পদ্ধতি এবং কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
ভিডিওটি ভালো লাগলে:
✅ লাইক দিন।
✅ বন্ধুদের সাথে শেয়ার করুন।
✅ আমাদের জেলেদের জীবন নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।
✅ আর অবশ্যই চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন!
#CoxsBazar #FishingLife #SeaFishing #TraditionalFishing #Bangladesh #SeaFood #FishingVideo #কক্সবাজার #মাছ_শিকার #জেলে_জীবন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: