বরিশালের বাকেরগঞ্জে সৌদি প্রবাসী আলামিন খান সোহাগ ভাইয়ের ৪ তলা বাড়ির ডিজাইনের জন্য জায়গা পরিদর্শন
Автор: Green Construction Investment
Загружено: 2025-10-22
Просмотров: 40
আলহামদুলিল্লাহ, আমাদের নতুন আরো একটি ডিজাইনের কাজ শুরু হল বরিশালের বাকেরগঞ্জ থানার নিয়ামতিতে। যেটার প্রজেক্ট কোড নির্ধারণ করা হয়েছে
ওয়ান স্টপ সলিউশন ও ৪০% লোন সাপোর্টে বাড়ি নির্মাণের জন্য এই জেলাটি আমাদের কাছে নতুন। আমরা এর আগে এই জেলাতে কাজ করিনি। ইনশা-আল্লাহ, ভাল একটা অভিজ্ঞতা হবে আশা করি। কারণ, বাড়ির মালিক সোহাগ ভাই খুবই সজ্জন মানুষ।
বাড়িটি হবে ৪ তলা। টোটাল ৩৫০০ বর্গফুটের জমিতে আমরা অর্ধেকটা নিয়ে কাজ করব। বাকিটা খালি থাকবে আপাতত। বাড়ির মালিক সোহাগ ভাই এখানে বসবাস করবেন বিধায় একটা ফ্লোর স্পেশালভাবে প্ল্যান করা হবে। টোটাল প্রজেক্টটাই আমরা করব ইনশা-আল্লাহ। যদি আল্লাহ তায়ালা আমাদের নসিবে রাখেন।
আমরা সারাদিন জার্নি করেছি। গিয়েছি, আবার সেদিনই ফিরে এসেছি। নতুন নতুন জেলায় কাজ করার অভিজ্ঞতা অর্জনের জন্য এবং আমাদের ক্লায়েন্টদের সেটিসফেকশনের জন্য আমরা সফর করে থাকি। এ ছাড়াও একটি জায়গা ভিজিট করলে পরিবেশ, পরিস্থিতি বুঝা যায়। কাজের পরিবেশ, মানুষের আচরণ, সব কিছুই বুঝা যায়। বিবেচনা করা যায়।
ইনশা-আল্লাহ এই প্রজেক্টের আপডেটও আপনারা দেখতে থাকবেন সামনে। আর যারা স্বপ্নের বাড়ি নির্মাণে ইচ্ছুক, কিন্তু তদারকি করার মত কেউ নেই, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে আমাদের সর্বোচ্চটা দিয়ে সহযোগীতা করব ইনশা-আল্লাহ।
আমাদের সাথে যোগাযোগঃ
ইঞ্জিনিয়ার মোঃ বিল্লাল হোসেন
ম্যানেজিং ডাইরেক্টরঃ গ্রীন কন্সট্রাকশন ইনভেস্টমেন্ট
📱 01311158777
যুবাইর মাহমুদ
ব্র্যান্ড ম্যানেজারঃ গ্রীন কন্সট্রাকশন ইনভেস্টমেন্ট
📱 01785303661
ওয়েব সাইটঃ www.greenconinvestment.com
অফিসঃ তৃতীয় তলা, ইদ্রিস টাওয়ার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং, কলেজগেট বাসস্ট্যান্ড, টঙ্গী, গাজীপুর, ১৭১০।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: