কক্সবাজারের লুকিয়ে থাকা নতুন পর্যটন কেন্দ্র 😲
Автор: Go See & Explore
Загружено: 2023-03-10
Просмотров: 146
এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কক্সবাজার ডলফিন মোড় থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে মিনি বান্দরবান (পেঁচার দ্বীপ)। কক্সবাজারে আসলে সবাই সাধারণত ইনানী, হিমছড়ি এই জায়গাগুলো ঘুরেই চলে যায়। কিন্তু অনেকেই জানে না এই জায়গাগুলো ছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারমধ্যে এই মিনি বান্দরবান অন্যতম একটি সুন্দর জায়গা। আর এই ভিডিওতে আপনাকে আমি দেখানোর চেষ্টা করেছি কক্সবাজারের মিনি বান্দরবান।।
যেভাবে যাবেন -
যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে যান তাহলে,
কক্সবাজার -টেকনাফ মেরিন রোড (হিমছড়ি ইরানি যাওয়ার রোড)
ধরে এগোতে থাকলেই একটি লোহার ব্রিজ পাবেন যেটাকে রিজু খাল ব্রিজ বলে। সেখান থেকে হাতের বায়ে চলে গেছে একটি রাস্তা, সেই রাস্তা ধরে মিনিট 2-1এগুলে আপনি পৌঁছে যাবেন এই অপরূপ সুন্দর জায়গাটিতে।
আর যদি ব্যক্তিগত গাড়ি না থাকে --
কক্সবাজারে যে কোন জায়গা থেকে অথবা ডলফিন মোড় থেকে একটি অটো বা সিএনজি রিজার্ভ নিতে পারেন। অটো ড্রাইভার কে বলবেন আপনি মিনি বান্দরবনে যাবেন যেটি রিজু খাল ব্রিজের উপর সাইডে। যেহেতু এই জায়গাটিতে যেতে হলে আপনাকে হিমছড়ি পার হয়ে যেতে হবে তাই ড্রাইভারকে বলে দিবেন আসার সময় আপনি হিমছড়িতেও কিছু সময় কাটাবেন। অটো ভাড়া নেবে আনুমানিক -৬০০ থেকে ৭০০টাকা। প্রাপ্তবয়স্ক ৬ জন যেতে পারবেন একটি অটোতে করে।
দুপুরে খাওয়া দাওয়া করে ৩ টার মধ্যে বেরিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো।
ফেরার সময় অবশ্যই হিমছড়িতে সময় দিবেন এবং হিমছড়ি থেকে সানসেট দেখে আসবেন। আশা করি একটি অপরূপ সুন্দর বিকেল কাটবে।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন শেয়ার করবেন। আপনি যদি চান আমি এরকম আরো ভিডিও বানাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন।
In this video, I'm sharing a quick guide to traveling to Bangladesh. From where to stay to where to eat, this guide has it all!
If you're looking for a place to travel to in 2018, then Bangladesh is a great place to start! This video will teach you all about the best places to stay, eat and explore in Bangladesh. From the charming hill stations to the ancient ruins, this video has it all!
#কক্সবাজারেরলুকিয়েথাকানতুনপর্যটনকেন্দ্র
#মিনিবান্দারবান
#bangladesh
#মিনিবান্দরবানকক্সবাজার
#কক্সবাজারসমুদ্রসৈকত
#কক্সবাজার
#পেচারদ্বীপ
#পেঁচারদ্বীপকক্সবাজার
#newvisitingplaceincox
#minibandarbancoxsbazar
#bandarbancoxsbazar
#bangladeshtour
#pechardip
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: