#Thebongsuspense
Автор: TheBongsuspense
Загружено: 2026-01-03
Просмотров: 674
#Thebongsuspense | Khide | খিদে | Subhodip Ghosh | অন্তিম পর্ব | #HorrorStory
গতকাল রাত থেকেই কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে খবরটা অলোকনাথকে শ্যামল বাবু নিজেই দিয়েছিলেন।
অলোকনাথের মুদির দোকান আছে গ্রামে ঢোকবার একেবারে মুখে। কি পাওয়া যায়না সে দোকানে! গ্রামের অন্যান্য গুমটি দোকানগুলোর থেকে তার দোকানটায় জিনিস অনেক বেশী থাকায় ভিড়ও স্বাভাবিক ভাবে বেশীই হয়।
রিটায়ার্ড পোস্টমাস্টার শ্যামল সমাদ্দার তার অনেকদিনের পুরনো খদ্দের। নিয়মিত তার দোকানে আসেন, আড্ডা দেন।
সবসময় যে জিনিস কিনতেই আসেন এমনটা নয়, কখনও কখনও নিছক গল্পগুজব করতেও আসেন।
কালও এসেছিলেন, অনেকক্ষণ গল্প করে ফিরে গেছেন। বেশ খোশ মেজাজেই ছিলেন।
তবে আজ সকালে যখন সেই মানুষ হন্ত দন্ত হয়ে ছুটে এলেন তখন সত্যিই অবাক হয়ে গিয়েছিলেন অলোকনাথ।
অলোকনাথ :- কী হয়েছে সতুদা? এমন হাফেচ্ছেন কেন?
শ্যামল :- আরে আর বোলোনা। কাল রাত থেকে কিশোর কে দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল ছেলেটা। এ.. এরকম তো কখনও করেনা।
অলোকনাথ :- আরে বাচ্চা ছেলে, এদিক ওদিক কোথাও ঘুরতে গেছে হয়তো। খানিক বাদেই ফিরে আসবে। আপনি ও নিয়ে অত ভাববেন না। বসুন.. বসুন না
অলোকনাথ তার দোকানের বাইরে রাখা বেঞ্চিটার দিকে ইঙ্গিত করে।
শত্রুঘ্ন বাবুর স্ত্রী অনেক দিন আগেই গত হয়েছেন। ছেলেমেয়েরাও কেউ এখানে থাকেনা। সেই থেকে তার দেখভাল করে আঠারো উনিশ বছরের ছেলে কিশোর। কিশোর কে বেশ কিছু বছর আগে দেশের বাড়ি থেকে বিতানপুরে নিয়ে এসেছিলেন তিনি। এই কয়েক বছরে ছেলেটার ওপর বড্ড মায়া পড়ে গেছে ওনার।
কিশোর ছেলেটা বেশ কাজের ছেলে। বাজার হাট, রান্না বান্না এবং ঘরের যাবতীয় কাজকর্ম সে একা হাতেই সামলায়। তার শোওয়ার ব্যবস্থা শত্রুঘ্ন বাবুর বাড়ির একতলার একটা ঘরে, উপর তলায় থাকেন শত্রুঘ্ন বাবু নিজে।
বাকিটা নাহয়! সোনা যাক..?
গল্প পাঠে: শুভদীপ ঘোষ
গোপীনাথ: শুভদীপ
মুরারী মোহন: তথাগত
অলোকনাথ: অনিমেষ
সাধুবাবা: সুতীর্থ
বিশু: জয়দীপ
শ্যামল: শুভদীপ
থাম্বনেইল আর্টিস্ট: কৌশিক পাল
📲 Connect with us!
Facebook: / magicalvoic
Facebook Group: / 523593764995400
Instagram: https://www.instagram.com/thebongsusp...
📧 Email: subhodipg55@gmail.com
📢 নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে এখনই চ্যানেলটি Subscribe করুন এবং Bell Icon-এ ক্লিক করুন!
⚠️ Disclaimer:
এই গল্পটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে মিল থাকলে তা কাকতালীয়।
এই অডিও গল্পটি কোনো ধরণের সহিংসতা, আত্মহত্যাপ্রবণতা, কুসংস্কার, বা অশুভ শক্তির প্রচার করে না। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যহানিকর — আমরা এসবের প্রচার করি না।
শ্রোতাদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হল।
#HorrorStory #Khide
#SubhodipGhosh #অন্তিমপর্ব #ThebongsuspenseClassics
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: