#Thebongsuspense
Автор: TheBongsuspense
Загружено: 2026-01-07
Просмотров: 98
#Thebongsuspense | শেষ Delivery | শেষ ডেলিভারি | Subhodip Ghosh | #HorrorStory
তৃষা :- কি গো আর কতক্ষন? কুসুম তো ঘুমিয়ে পড়লো.. তুমি আজকাল এতো দেরি করোনা.. উফফ! ( ফোনে )
রোহন :- আরে এইতো! আজ রাতের শেষ ডেলিভারি! এটা সেরে বাড়ী ফিরতে পারলে আমিও বাঁচি!
বিরক্তি ভরে কথাগুলো বল্লো রোহন। সারাদিন নানান জায়গায় খাবারের ডেলিভারি পৌঁছে দিতে দিতে বেহাল হয়ে পড়েছে সে..
তৃষা :- তাড়াতাড়ি দিয়ে আসো তো! আমার আর ভালো লাগে না বাপু.. ( ফোন কাট )
বেশ! রাগ করে কথাগুলো বলে ফোনটা কেটে দেয় তৃষা.. রোহন খানিকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ ফোনের দিকে তাকিয়ে থাকে. ওরও এতো রাত অব্দি কাজ করতে ভালো লাগে না! তবে কিছুই যে করার নেই. সংসারের খরচা, বাড়িতে অসুস্থ মা আর সাথে সেই ছোট্ট কুসুমের ভবিষ্যৎ.. সবই তো ওকে একা হাতে সামলাতে হবে!
একটা দীর্ঘনিস্বাস ছেড়ে! জং ধরা লোহার গেটটা ঠেলে ভিতরে ঢুকলো রোহন! ( কুকুরের শব্দ ) তবে ভিতরে ঢুকতেই আশপাশে এলোমেলোভাবে শুয়ে থাকা কুকুরগুলো হঠাৎ একসাথে ডেকে উঠলো। এইসব বেএলাকার কুকুরগুলো অচেনা অজানা কাউকে দেখলেই তাকে রীতিমত ছেঁকে ধরে। কথায় বলে না নিজের এলাকায় তো কুকুর ও বাঘ হয়। এটাও তাই। রোহন পশুপাখি খুব ভালবাসে। ওদের মধ্যে একটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে রোহন সামনের দিকে এগিয়ে গেলো। কুকুর গুলো ও চিৎকার করতে করতে বাইরের রাস্তার দিকে দৌড় দিলো।
কিন্তু ঠিক সেই মুহূর্তে.. একটা আচমকার বিষয় হলো! সামনের দিকে তাকিয়ে রোহন বড্ড অবাক হয়ে পড়লো। কারণ এইমুহুর্তে যে জায়গাটায় ও দাঁড়িয়ে আছে সেটা একটা আন্ডারকনস্ট্রাকশন বিল্ডিং। বিল্ডিংটার চারিদিকে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালি সিমেন্টের বস্তা, ইটের লম্বা লম্বা স্তূপ, দু তিনটে লরি, ঢালাইয়ের মেশিন, কোদাল, দুরমুশ আরও অনেক কিছু। তবে সেখানে কোনো জনমানবের ছায়া নেই। কেবল একটা ইট পাথর কংক্রিটের তৈরি বিরাট প্রাণহীন মূর্তি যেন রোহনের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে।
বাকিটা নাহয়! সোনা যাক..?
গল্প পাঠে: Tathagata Dutta
রোহন :- Sutirtha Pal
তৃষা :- Ankita Ghosh
থাম্বনেইল আর্টিস্ট: কৌশিক পাল
📲 Connect with us!
Facebook: / magicalvoic
Facebook Group: / 523593764995400
Instagram: https://www.instagram.com/thebongsusp...
📧 Email: subhodipg55@gmail.com
📢 নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে এখনই চ্যানেলটি Subscribe করুন এবং Bell Icon-এ ক্লিক করুন!
⚠️ Disclaimer:
এই গল্পটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে মিল থাকলে তা কাকতালীয়।
এই অডিও গল্পটি কোনো ধরণের সহিংসতা, আত্মহত্যাপ্রবণতা, কুসংস্কার, বা অশুভ শক্তির প্রচার করে না। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যহানিকর — আমরা এসবের প্রচার করি না।
শ্রোতাদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হল।
#HorrorStory #শেষ Delivery
#SubhodipGhosh #ThebongsuspenseClassics
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: