ফুটিল মানস-মাধবী-কুঞ্জে প্রেম কুসুম পুঞ্জে পুঞ্জে
Автор: SANGEET SHONDHA সঙ্গীত সন্ধ্যা
Загружено: 2025-10-25
Просмотров: 127
ফুটিল মানস-মাধবী-কুঞ্জে প্রেম কুসুম পুঞ্জে পুঞ্জে
মাধব, তুমি এসো হে।
হে মধু-পিয়াসী চপল মধুপ, হৃদে এসো হৃদয়েশ হে।
(নীল) মাধব, তুমি এসো হে॥
তুমি আসিলে না বলি’ শ্যামরায়
অভিমানে ফুল লুটায় ধূলায়
মাধব, তুমি এসো হে॥
বনমালী! বনে বন-ফুল হায়
হায়! শুকাইয়া যায়, আঁখিজলে তায়
জিয়াইয়া রাখি কত আর?
এসো গোপন পায়ে! চিতচোর এসো গোপন পায়ে!
যেমন নবনী চুরি করে খেতে, এসো শ্যাম সেই গোপন পায়ে।
যেমন নবমী চুরি করে খেতে এসো হে তেমনি গোপন পায়ে।
না হয় নূপুর খুলিও,
শ্যাম, যমুনায় থির নীরে বাঁশরির তানে না হয় লহরি না তুলিও!
যেমন নীরবে ফোটে ফুল,
যেমন নীরবে রেঙে ওঠে সন্ধ্যা-গগন-কুল –
এসো তেমনি গোপন পায়ে
অনুরাগ-ঘসা হরি-চন্দন শুকায়ে যায় –
আর রহিতে নারি, এসো হৃষিকেশ শ্যামরায়॥১
১. পাঠান্তর :
মম মানস মাধবী লতার কুঞ্জে, এই তো প্রথম মধুপ গুঞ্জে।
(নীল) মাধব তুমি এসো হে, হে মধু পিয়াসী চপল মধুপ
হৃদে এসো হে হৃদয়েশ হে।
তোমার আমার পথ চেয়ে হায় অভিমানে ফুল লুটায় ধূলায়
(নীল) মাধব তুমি এসো হে॥
বনমালী বিনে বন ফুল হার
(হায়) শুকাইয়া যায় আঁখি জলে তায় জিয়াইয়া রাখি কত আর।
চিতচোর এসো গোপন পায়ে
যেমন নবনী চুরি করে খেতে, এসো শ্যাম সেই গোপন পায়ে॥
না হয় নূপুর খুলিও
(শ্যাম) যমুনার থির নীরে বাঁশরির তনে না হয় লহরি না তুলিও।
(যেমন) নীরবে ফোটে ফুল,
যেমন নীরবে রেঙে ওঠে সন্ধ্যা গগন কুল।
এসো তেমনি গোপন পায়ে
অনুরাগ-ঘষা হয়ে চন্দন শুকায়ে যায়।
"ফুটিল মানস-মাধবী-কুঞ্জে প্রেম কুসুম পুঞ্জে পুঞ্জে" বলতে বোঝায় "আমার মনের মাধবী লতার কুঞ্জে প্রেমের ফুল থোকায় থোকায় ফুটে উঠেছে"। এই গানের কথায় প্রেম ও আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, যেখানে কবি নিজের মনকে একটি মাধবী লতার কুঞ্জ হিসেবে কল্পনা করেছেন, যেখানে প্রেমের ফুল প্রচুর পরিমাণে ফুটেছে এবং তিনি প্রিয়তমের আগমনের অপেক্ষায় আছেন।
ফুটিল: ফুটে উঠেছে বা প্রস্ফুটিত হয়েছে।
মানস-মাধবী-কুঞ্জে: মনের মাধবী লতার কুঞ্জে বা বাগানে।
প্রেম কুসুম: প্রেমের ফুল।
পুঞ্জে পুঞ্জে: থোকায় থোকায় বা গুচ্ছ গুচ্ছ করে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: