সারা বছর অমৃত আমের স্বাদ(পর্ব ১) Enjoy Amrita Mango round the year(part-1)
Автор: Mrittikar Maya
Загружено: 2022-12-22
Просмотров: 4007
আম খেতে কে না চায়। আমকে বলা হয় ফলের রাজা। আমের চাহিদা সারা বছর, কিন্তুু মৌসুমী ফল হবার কারণে সে স্বাদ আমরা মিটাতে পারিনা। অবশ্য এখন আর এ নিয়ে চিন্তা করতে হবে না। কেননা আধুনিক কৃষি প্রযুক্তি আর বানিজ্যক কৃষির দূর্বার আগমনের কারণে বাংলাদেশেও এখন চাষ হচ্ছে সারা বছর পাওয়া যায় এমন সব ফলের জাত।
অমৃত আম হল তেমনি এক ফলের জাত। এ জাতটি বারোমাসি থাই কাটিমন নামেই অধিক পরিচিত। সাধারণত নভেম্বর, ফেব্রুয়ারী এবং মে মাসে এ জাতে মুকুল আসে। কৃষক ভাইয়েরা ফেব্রয়ারী মাস ব্যতিত বাকী মুকুলে আম নিলে বেশী লাভ পাবেন।
এ আমের স্বাদ এবং গন্ধ দুটিই অসাধারণ। নিঃসন্দেহে বৃষক ভাইয়েরা এ জাতটি চাষ করতে পারেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: