বুদ্ধি বাড়লে কি সুখও বাড়ে? || Flowers for Algernon || Daniel Keyes
Автор: Ishtiaque Ahmed
Загружено: 2023-01-25
Просмотров: 2586
বৈজ্ঞানিক প্রযুক্তিতে একজন মানুষকে হঠাৎ অনেক বুদ্ধিমান করে ফেলা হলে কি সে নিশ্চিতভাবে অনেক সুখি আর সফল হয়ে যাবে? আমরা অনেক সময় হয়ত তাই ভাবি আর মনে করি যে আমাদেরও এমন হলে মন্দ হত না। কিন্তু আসলেই কি তাই? ১৯৫৯ সালে প্রকাশিত ড্যানিয়াল কেইসের বিখ্যাত গল্প "ফ্লাওয়ারস ফর আলজেহনন" এ আমরা দেখতে পাই এর বিপরীত। নিঃসঙ্গ বুদ্ধিমান জীবনের চেয়ে একজন মানুষ বেছে নেয় তার বোকা অসফল জীবনকে।
এই পৃথিবীবিখ্যাত গল্পটি পরবর্তীতে উপন্যাসে রূপান্তর করা হয়। এটার কাহিনী নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। হুগো এওয়ার্ড থেকে শুরু করে নেবুলা এওয়ার্ডসহ অনেক পুরষ্কার পায় এই অসাধারণ গল্পটি। আমি এই ভিডিওটিতে সংক্ষেপে এই গল্পটি বলার চেষ্টা করেছি এবং গল্প থেকে দুটি বক্তব্য তুলে ধরেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
ভিডিওটি ভাল লাগলে শেয়ার করুন। এবং এরকম গল্প আরও শুনতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: