The Stranger || Albert Camus || একজন অস্তিত্ববাদীর সংগ্রাম
Автор: Ishtiaque Ahmed
Загружено: 2023-01-16
Просмотров: 7220
The Stranger || Albert Camus || একজন অস্তিত্ববাদীর সংগ্রাম
==========================================
"মা আজকে মারা গিয়েছে। অথবা কালকে হয়ত। আমি ঠিক জানি না।" ...
এভাবেই শুরু হয়েছে এই উপন্যাসটি যেটিকে বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসাবে অনেকে মনে করেন। ফরাসী-আলজেরিয়ান কথাসাহিত্যিক আল্বেয়ার কামু তাঁর এই বিখ্যাত উপন্যাস "The Stranger" এ (ব্রিটিশ ট্রান্সলেশনে এটিকে "The Outsider" বলা হয়েছে অনেকসময়) Absurdism দর্শনটিকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন এক অনন্য ভঙ্গিমায়।
শিপিং কোম্পানির কেরানীর চাকরি করা একজন মানুষ কীভাবে সমাজের হাজার বছরের প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাঁর অবজ্ঞা দিয়ে - সেই গল্পের ভেতর দিয়েই কামু দেখিয়েছেন আমাদের আধুনিক জীবনের শৃঙ্খলার ডাণ্ডাবেড়ি কীভাবে আমাদের নিজেদেরকে নিজেদের জীবন থেকে দুরে সরিয়ে "স্ট্রেঞ্জার" বা "অপরিচিত" বানিয়ে ফেলে। আমাদের কাছে অর্থহীন কাজগুলো দিনের পর দিন আমাদের করে যেতে হয়। আবার সেই কাজগুলো করার মধ্যে যথেষ্ট আবেগ না থাকলেও আমাদের ধরে শাস্তি দেওয়া হয়। অন্যদিকে সেইসব শাস্তির মূল্যও কিন্তু আমাদের কাছে ধীরে ধীরে কমে আসতে থাকে। মৃত্যুই যেখানে একমাত্র অমোঘ সত্য সেখানে পৃথিবী আর সমাজের অন্য কোনও পুরষ্কার বা শাস্তির আর কী মূল্য থাকতে পারে?
এই ভিডিওতে আমি আলাপ করেছি কামুর এই বিশ্ববিখ্যাত উপন্যাস "The Stranger" নিয়ে। সেটিকে বিশ্লেষণ করার জন্য আমি Existentialism এবং Absurdism তত্ত্বদুটি ব্যাখ্যা করেছি। একই সাথে আমাদের বর্তমান আধুনিক সমাজের সাপেক্ষে এই উপন্যাসের মুল বক্তব্যের প্রাসঙ্গিকতাও তুলে ধরেছি।
ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে।
ভিডিওটি আপনাদের কেমন লাগল জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
উল্লেখ্য, কামুর সাহিত্যকর্ম নিয়ে এটা আমার দ্বিতীয় আলোচনা। এর আগে আমি কামুর "The Fall" উপন্যাসটি নিয়েও আলোচনা করেছি, যা এখানে পাবেন - • The Fall || Albert Camus || ভালমানুষি নাকি...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: