বিউটি বোর্ডিং, পুরান ঢাকার বুকে এক নীরব সাক্ষী। Beauty Boarding, Puran Dhaka Vlog BD.
Автор: Afsana Akash Minu
Загружено: 2025-12-26
Просмотров: 22
বন্ধুরা আজ চলে আসলাম শত বছরের পুরনো বিউটি বোর্ডিংয়ে। বিউটি বোর্ডিং বাড়িটি ছিল মূলত জমিদার সুধীর চন্দ্র দাসের। ১৯৪৭ সালে ভারত বিভাগের পূর্বে সেখানে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস। কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়ছিল এ পত্রিকায় পরবর্তীতে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়ি কিনে নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং। এই বিউটি বোর্ডিংয়ে বিশিষ্ট লোকের পদচারণায় মুখরিত থাকত এক সময়। এখানে কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আবুল হাসান, জহির রায়হান, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, হায়াৎ মাহমুদ, জুয়েল আইচ,চিত্র নায়িকা কবরীসহ আরো অনেক প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা আসতেন।
#beauty #boardinghouse #purandhaka #ancient #historical #place #বিউটি #হোটেল #ঐতিহাসিকস্থান #ইতিহাস #ঐতিহ্য #জমিদার_বাড়ি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: