Pachho Ki Sonket || Dr. Soumik Das || Ranjan Prasad
Автор: Soumik Das
Загружено: 2025-03-18
Просмотров: 53982
Written by: Ranjan Prasad
Composed & Performed by Dr. Soumik Das
Video Footage Courtesy: Subhadeep Dey
YouTube: / @soumikdasofficial
Website: https://www.drsoumikdas.com
Facebook: / soumikdasgyana
Instagram: / soumikdasofficial
Spotify: https://open.spotify.com/artist/7EInw...
#drsoumikdas #social #bengalimusic #pchhokisonket
#politicalsatire #brigade
Lyrics:
পাচ্ছো কি সংকেত বিদ্যুৎ ঝলসায়
আসছে তুমুল ঝড় মুল্লুক যায় যায়
সমাজ শাসিয়ে ফেরে দুষ্কৃতী বাহিনী
শহরে নগরে গ্রামে সেই এক কাহিনী
মান হুঁশ থাকে নাকি লুম্পেন চিত্তে
মনুষ্যত্বহীন ক্রূর অস্তিত্বে
একটাই খোলা পথ পথ মানে পথ্য
দুর্বলে দাদাগিরি সবলে দাসত্ব
এ নর সরীসৃপ অগণন সংখ্যায়
কোনঠাসা সুধীজনে ফণা তুলে চমকায়
কোন মা প্রসূতি হয় পিশাচের জন্য
ধর্ষক ও পান করে জননীর স্তন্য
দিশাহারা কোলাহল মাঠ ঘাট সড়কে
দলে দলে নেতা হয় এই ঘোর নরকে
শুনছ কি সাইরেনে
গ্রাম নগর বন্দরে
ফ্রন্টে হাঁক দিচ্ছে ডাক
তৈরি হও সব ঘরে
সমাজ বিরোধী আর সমাজের রক্ষক
তফাৎ আছে কি কোনও দুজনেই ভক্ষক
সংবিধানের কাছে যারা দায়বদ্ধ
দুষ্টের সং সাজে শিষ্টই বধ্য
শপথ তো সিংহের কেন হবে হায়না
জেনো এই অবনতি তোমাকে মানায় না
স্বাধীনতা এসেছিলো তবে কেন এই হাল
আগ্রাসী লোভ নিয়ে জাতে ওঠে জঞ্জাল
আমরাও অধোগামী পিচ্ছিল পঙ্কে
ভয়াল এ নাটকের অন্তিম অঙ্কে
কোন মা প্রসূতি হয় পিশাচের জন্য
ধর্ষক ও পান করে জননীর স্তন্য
দিশাহারা কোলাহল মাঠ ঘাট সড়কে
দলে দলে নেতা হয় এই ঘোর নরকে
শুনছ কি সাইরেনে
গ্রাম নগর বন্দরে
ফ্রন্টে হাঁক দিচ্ছে ডাক
তৈরি হও সব ঘরে
সহসা মধ্য রাতে চেতনার বন্যা
ঘুম ভাঙ্গা গান গেয়ে গেলো সেই কন্যা
ঘোর আঁধারেও তাই এত আলো ফুটছে
সলিলের শতকেই দেখো কারা টুটছে
সাফল্য পায় যেন এই মহা জাগরণ
বেঙ্গল রেনেসাঁয় ফ্রেঞ্চ রিভোলিউশন
বাস্তিল মনে আছে শুনে রাখো বৈরী
মানুষেরই হাতে হয় গিলোটিন তৈরী
শুনছ কি সাইরেনে
গ্রাম নগর বন্দরে
ফ্রন্টে হাঁক দিচ্ছে ডাক
তৈরি হও সব ঘরে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: