মালাই পাটিসাপটা পিঠে। দুধ পাটিসাপটা পিঠে।Dudh Patisapta Pithe Recepie। Malai Patisapta।
Автор: Sadhanar Hesel
Загружено: 2026-01-14
Просмотров: 111
#patishaptapitha #recepies #indianfood #food
আমার আজকের রেসিপি মালাই পাটিসাপটা বা দুধ পাটিসাপটাও বলতে পারেন। পাটিসাপটা রেসিপিটি আমি, আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওতে আমি শুধুমাত্র মালাই বানানোটা এবং সেটা কিভাবে পাটিসাপটায় এড করবো সেটাই দেখাবো। উপকরণ হিসেবে পাটিসাপটা তৈরির রেসিপিতে যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলোই থাকবে শুধুমাত্র এখানে মালাই বানানোর জন্য যেগুলো নিতে হবে সেটা এখানে উল্লেখ করে দিচ্ছি।
উপকরণ:-
লিকুইড দুধ-৫০০ গ্রাম
খেজুর গুড় বা আখের গুড়-১৫০ গ্রাম
চিনি-১৫০ গ্রাম
নলেন করে পাটালি-১০০ গ্রাম
আমরা যে যেমন মিষ্টি খান তেমনভাবে গুড় চিনি পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।
ধন্যবাদ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: