দিনের ২৪ ঘন্টা সময়কে ৪৮ঘন্টা বানানোর উপায় | টাইম বের করার টিপস | Jhankar Mahbub
Автор: Jhankar Mahbub
Загружено: 2018-05-28
Просмотров: 258918
তোমার অবস্থা যদি হয়
১. পরীক্ষার আর কয়দিন বাকি- সবকিছু শেষ করার জন সময় বের করতে পারতেছি না।
অথবা
২. আমার একটা হবি আছে, সাইড প্রজেক্ট আছে সেটার জন্য এক্সট্রা সময় বের করতে পারতেছি না।
তাহলে এই ভিডিওটা তোমার জন্য।
এইখানে আমার লাইফে এপ্লাই করা সাতটা টিপস বলেছি। এখান থেকে ৩-৪ টা যদি তুমি এপ্লাই করা শুরু করে দাও তোমার টাইম ম্যানেজমেন্ট অনেক ইফেক্টিভ হয়ে যাবে।
সময় বের করতে পারবে।
সো, পরীক্ষার প্রিপারেশন। বা কোন কাজ করার জন্য সময় তোমার আছে। তুমি শুধু সেটা ঠিকমতো বের করতেছো না।
একই টপিক নিয়ে ১০টা বিস্তারিত আছে এইখানে
আর আমার ওয়েবসাইট: সময় সম্পর্কিত আমার আরো লেখা : http://www.jhankarmahbub.com/time/
আমার ফেইসবুক প্রোফাইল : / jhankarmahbub
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: