ধানের আটায় আমিষ %।খাদ্য হিসাবে ধানের আটা: খাদ্য মূল্য বনাম বাজার মূল্য। মাছের খাদ্যে ধানের আটা
Автор: ABEED LATEEF
Загружено: 2022-12-22
Просмотров: 25087
মাছের খাদ্যের দূর্মুল্যের বাজারে দিশেহারা চাষী খাদ্য কেনার কথা ভাবতেই পারছেন না।
এমন অবস্থায় অনেকেই ধানের আটা তৈরি করে মাছকে খাওয়াতে বাধ্য হচ্ছেন। আর সাথে সাথে ভাবছেন যে ধানের আটায় বোধ হয় একটা মাত্রায় আমিষ আছে।
যা মাছের দেহ গঠনে সহায়তা করবে।
কিন্তু প্রকৃতপক্ষে ১০০ কেজি ধানের মধ্যে এক পারসেন্ট আমিষও নাই।
যারা আমিষের ধারণায় ধানের আটা খাওয়াচ্ছেন তাদের ধারণাটা সঠিক নয়।
তবে আপাতত: মাছের দেহ পরিচালনার জন্য ন্যূনতম যতটুকু করা সম্ভব সেটা ধানের আটা খাইয়ে সম্ভব ।কিন্তু দেহবৃদ্ধি সম্ভব হবে না ধন্যবাদ সবাইকে।
#ধানের_আটায়_আমিষ,
#খাদ্য_হিসাবে_ধানের_আটা,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: