হাইপোসপেডিয়াস, পুরুষের জন্মগত গোপন রোগ
Автор: Arthosuchak Studio
Загружено: 2020-12-05
Просмотров: 70061
যখন মূত্রনালীর সম্মুখ অংশ পুরুষাঙ্গের শীর্ষদেশের পরিবর্তে নিম্নাংশে অবস্থান করে তখন তাকে হাইপোসপেডিয়াস বলা হয়। মূত্রনালী হলো এমন এক ধরনের টিউব যার মাধ্যমে মূত্রাশয়/ মূত্রথলি থেকে প্রস্রাব নিষ্কাশিত হয়ে শরীরের বাইরে বেরিয়ে যায়।
আপনার পুত্র সন্তানটির যদি জন্ম থেকেই হাইপোসপেডিয়াস দেখা দেয় তাহলে আপনি ভোগান্তির শিকার হতে পারেন। তবে এটি একটি সাধারন রোগ এবং এটির কারণে আপনার নবজাতকের তেমন কোনো অসুবিধা হয় না। সার্জারির (অপারেশন) মাধ্যমে নবজাতকের পুরুষাঙ্গকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এই রোগটিকে সফলভাবে নিরাময়ের মাধ্যমে অধিকাংশ পুরুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: