যে মঠের সামনে দিয়ে জুতো পায়ে কিনবা ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না কেউ।। Motter Moth || Manikganj
Автор: Sumon Vlogs
Загружено: 2022-07-26
Просмотров: 586
প্রায় ২০০ বছর আগে মানিকগঞ্জের মত্ত গ্রামে বাস করতেন
হেমসেন নামে এক অত্যাচারী জমিদার। হেমসেনের বাবার
মৃত্যুর পর শেষকৃত্য অনুষ্ঠিত হয় যেখানে, সেখানেই তিনি ২০০
ফুট উচ্চতার এই মঠটি নির্মাণ করেছিলেন। অপরূপ এই মঠ
নির্মাণে সুদূর ইরাক থেকে মিস্ত্রি এনেছিলেন হেমসেন। তিনি
অত্যাচারী জমিদার ছিলেন। তার নির্মিত মঠ কিংবা জমিদার
বাড়ির সামনে দিয়ে কেউ নাকি ছাতা মাথায় কিংবা জুতো পায়ে যেতে পারতো না।
এই মত্তগ্রামেই রয়েছে বিশ্বনন্দিত অর্থনীতিবিদ নোবেল বিজয়ী
অমর্ত্য সেনের পৈত্রিক বাড়ি।
কিভাবে আসবেনঃ-
যদি ঢাকা হতে আসতে চান তাহলে গাবতলি বাস স্ট্যান্ড হতে হেমায়েতপুর নেমে সেখানহতে সি,এন করে মানিকগঞ্জ বাজারে আসবেন অথবা গাবতলি স্ট্যান্ড হতে সরাসরি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসবেন,তারপর রিকসা বা হেলো বাইকে করে বাজার পযন্ত আসবেন। বাজার হতে রিকশা বা হেলো বাইক রিজার্ভ করে মত্ত মঠে আসতে পারবেন।
#tour #travel #manikgonj #sumonvlog
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: