জয় জয় গোরাচাঁদের আরতিকো শোভা
Автор: Kirtan of Soul
Загружено: 2025-04-25
Просмотров: 279
জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা
জাহ্নবী তটবনে জগমন লোভা ।
দক্ষিণে নিতাইচাঁদ বামে গদাধর ।
নিকটে অদ্বৈত শ্রীনিবাস ছত্রধর ॥
বসিয়াছে গোরাচাঁদ রত্নসিংহাসনে ।
আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে ॥
নরহরি আদি করি চামর ঢুলায় ।
সঞ্জয়, মুকুন্দ, বাসুঘোষ আদি গায় ॥
শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল ।
মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল ॥
বহু কোটী চন্দ্র জিনি বদন উজ্বল ।
গলদেশে বনমালা করে ঝলমল ॥
শিব, শুক, নারদ প্রেমে গদগদ ।
ভকতিবিনোদ দেখে গোরার সম্পদ ॥
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: