ছাঁদ কৃষিতে ৮ লিটারের ১০ টা বোতলে ভিটা মরিচের চাষ করলে, আপনারা সারা বৎসর ঝুরেই মরিচ পেতেই থাকবেন।
Автор: alamgir sikder
Загружено: 2024-03-07
Просмотров: 4351
সমস্ত প্রশংসাই মহান আল্লাহর । গতো বৎসরের সেষ দিকে কাঁচা মরিচের ঝাল সবাই টের পেয়েছেন জানি। তাই ছাঁদ কৃষিতে মরিচ চাষ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করেছি ।
ভিটা মরিচ কি? যেই মরিচ গ্রীষ্ম ও বর্ষাকালে চাষ করা যায় । যা বৃষ্টির পানিতে ও মরবে না ।
প্রথমে বলে নেই এই মাটি মরিচের চারা রোপন করার জন্য তৈরি করা । গ্রীষ্ম ও বর্ষা কালের মরিচ চাষের জন্য দোআঁশ মাটির সাথে ২০% মতো বালু মাটিতে দিয়ে নিতে হবে । যারা বারান্দা বাগান করেন বা ছোট ছোট টবে করেন বা পানির বা তেলের বোতলে মরিচ সহ সব্জি চাষ করতে চান ।
তাহলে এই ভাবে ছাদ কৃষির জন্য অল্প মাটি তৈরি করে নিতে পারেন । এই মাটিতে মরিচ ঢেড়স পুঁইশাক সহ এই মাটিতে সব ধরনের শাক সব্জি ফুল ফল চাষ করতে পারবেন । এখানে মাটির পরিমান সিমেন্টর বস্তার ৫ বস্তা বা ২৫০ কেজি মাটি । মাটিতে যেই মিশ্রন গুলি দিতে হবে ।
শুকনা গোবর গুড়া করে ২ বস্তা হবে । ২০ থেকে ২৫ কেজি পরিমান বালু দিয়ে নিতে হবে । চার কেজির মগের ১ মগ ছাই দিয়ে নিবেন । জিপসাম সার ৫০ গ্রাম, কার্বোফুরান ৮গ্রাম, পটাশ সার ৫০ গ্রাম, দস্তা সার ৫০ গ্রাম, ডিএপি বা ডেপ সার ৫০ গ্রাম, বোরন চা চামিচের ২ চা চামিচ ৫ টেবিল চামিচ পরিমান সালফার দিয়ে নিবেন তাহলে শিকড় পচন রোগ কম হবে । ছত্রাকনাশক ম্যানসার ৩ চা চামিচ পরিমান ।
সব কিছু এক সাথে ভালো ভাবে মিশিয়ে নিয়ে অল্প করে পানি দিবেন । ২ কাপ চুন ভালো ভাবে পানির মিশিয়ে মাটিতে দিয়ে দিয়ে দিতে হবে । এর পরে ৮ থেকে ১০ দিন পলিথিন দিয়ে ঢেকে রাখবেন মাটি টি খুলে মেলে দিয়ে ৪ থেকে ৬ ঘন্টা রোদে শুকিয়ে নিবেন ।
অল্প করে পানি দিয়ে আদ্রতা ফিরিয়ে আনতে হবে । এখন এখানে রোপন করতে পারবেন মরিচ সহ যে কোন শাক সব্জি ও ফুল ফল গাছ । আমরা বাজার থেকে ৫ লিটার তেল না কিনে ৮ লিটার তেল কিনলে এর বোতলে একটি করলা গাছ হয় ফলন মোটামুটি হবে বারান্দায় রাখতে পারবেন ।
আমার ইউটিউবের চ্যানেলে ছাদ কৃষির উপযোগি বেশ কিছু ভিডিও দেওয়া আছে । যা দেখলে আপনার ও আপনার বন্ধু বান্ধবদের ছাঁদ কৃষিতে ভুমিকা রাখার সুযোগ হবে এবং আপনার ছাঁদ কৃষিও সমৃদ্ধ হবে । সেই সাথে আপনার জন্য ও আপনার ছাঁদ কৃষি অনেক সহজ হয়ে যাবে । এছাড়া আরো বেশ কিছু মাটি তৈরির পদ্ধতি সহ নানা বিষয তুলে ধরেছি ।
আপনী আপনার বন্ধু বান্ধবদের দেখার আমন্ত্রন জানাবেন । এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । সেই সাথে নতুন যারা দেখছেন লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সহজ হবে ধন্যবাদ ।
Transcript
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: