কাদের প্রচারে
Автор: Vinod Vani
Загружено: 2025-12-29
Просмотров: 228
"গৌর" "গৌর” না "টাকা” “টাকা”?, পরমগুরু শ্রীগৌরকিশোর
কোন সময়ে কতিপয় ব্যক্তি ভাগবত-ব্যাখ্যায় সুনিপুণ জনৈক গোস্বামি-সন্তানের মহিমা বাবাজী মহারাজের নিকট আসিয়া বলিতে থাকেন। উক্ত গোস্বামি-সন্তান সর্বদাই 'গৌর গৌর' বলেন এবং নানাপ্রকার ভাবুকতা দেখাইয়া বহু শিষ্য সংগ্রহ করেন। উক্ত গৃহব্রত গোস্বামীর (?) সবিশেষ তথ্য বাবাজী মহারাজ সকলের নিকট ব্যক্ত করিয়া বলেন,— “উক্ত গোস্বামি-পুঙ্গব গোস্বামি-শাস্ত্র ব্যাখ্যা করেন না, তিনি ইন্দ্রিয়-শাস্ত্র ব্যাখা করিয়া থাকেন এবং তিনি 'গৌর গৌর' বলেন না; 'টাকা টাকা আমার টাকা' বলিয়া চীৎকার করিয়া থাকেন, উহা কখনই ভজন নহে; উহা-দ্বারা প্রকৃত বৈষ্ণব-ধৰ্ম্ম আবৃত হইতেছে এবং জগতের অনিষ্ট ব্যতীত কোন উপকারই হইতেছে না।”
— "গৌর" "গৌর” না "টাকা” “টাকা”?, পরমগুরু শ্রীগৌরকিশোর
তিনি ( শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ) অনেক সময়ে শুদ্ধনামকীর্তনকারীর আদর্শরূপে শ্রীশ্রীভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুর নাম উল্লেখ করিতেন এবং আমাদিগকে আউল, বাউল প্রভৃতি তের প্রকার অপসম্প্রদায়ের নিকট হইতে দূরে থাকিয়া সর্ব্বদা শ্রীল সরস্বতী ঠাকুরের সঙ্গ করিতে বলিতেন। আরও বলিতেন, — 'আপনারা ঐ সকল হরিবিমুখ লোকের সঙ্গ হইতে সর্ব্বদা দূরে থাকিবেন। কারণ, ইহাদের দূষিত রোগ কোনও রূপে সাধক-জীবনে সংক্রামিত হইয়া পড়িলে আত্মার স্বাস্থ্য-লাভের আশা সুদূরপরাহত।'
-শ্রীশ্রীসরস্বতী-জয়শ্রী, ১.২০৩
🌐 Website
https://vinodvani.weebly.com
📧 Email
[email protected]
#GaurOrMoney #FalsePreaching #SanatanaDharma #VaishnavaWarning #PureBhakti #BhaktiNotBusiness #SpiritualHypocrisy #GauraKishoraDasBabaji #গৌরনাটাকা #কপটপ্রচার #সনাতনধর্ম #বৈষ্ণবসতর্কতা #শুদ্ধভক্তি #ভক্তিরনামে #জগতেরঅনিষ্ট
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: