আমি
Автор: Vinod Vani
Загружено: 2025-12-27
Просмотров: 409
"আমি ত' বৈষ্ণব নহি", পরমগুরু শ্রীগৌরকিশোর
এক সময় শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী প্রভু আমাদের শ্রীগুরুদেবের নিকট একশত টাকা জমা রাখিয়াছিলেন। শ্রীল প্রভুপাদ সেই টাকা নিরাপদে রাখিবার জন্য ব্যাঙ্কে জমা করেন। শ্রীল প্রভুপাদ অন্যত্র গিয়াছেন; এমন সময় হঠাৎ একদিন শ্রীল বাবাজী মহারাজ শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের নিকট উপস্থিত হইয়া ঐ টাকা চাহিলেন। আমাদের প্রভুপাদ উহা ব্যাঙ্কে রাখিয়াছেন, তিনি না আসিলে উহা ব্যাঙ্ক হইতে উঠান যাইবে না — এই কথা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল বাবাজী মহারাজকে জানাইলেও তখনই টাকার বিশেষ আবশ্যকতা জানাইলেন। অগত্যা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁহার নিজ তহবিল হইতে একশত টাকা যোগাড় করিয়া দিলেন। শ্রীল বাবাজী মহারাজ ঐ টাকা শ্রীবৃন্দাবনে স্বনামখ্যাত কোন ব্যক্তির নিকট পাঠাইয়া দিলেন। তখন শ্রীল বাবাজী মহারাজ বলিলেন, "আমাকে লোকে বৈষ্ণব মনে করিয়া আমার ভোগের জন্য এইসকল টাকা দিয়াছে, আমি ত' বৈষ্ণব নহি। শুনিয়াছি, ব্রজে বৈষ্ণবগণ আছেন, সুতরাং তাঁহাদের সেবার জন্য ঐ টাকা পাঠাইয়া দিলাম।' শ্রীল বাবাজী মহারাজকে বৈষ্ণব-বিচারে লোকে যে-সকল অর্থ দান করিতেন, শ্রীল বাবাজী মহারাজ তাহা নিজে কখনও গ্রহণ করিতেন না, অপর বৈষ্ণববের সেবার জন্য দিয়া দিতেন। শ্রীল বাবাজী মহারাজ বলিতেন, — মাধুকরী ভিক্ষার দ্রব্য নির্গুণ, তাহা হরিভজনময় জীবননির্ব্বাহের জন্য যথাযোগ্য গ্রহণ ব্যতীত অপরের দান গ্রহণ করিলে চিত্ত মলিন এবং হরিভজনে বিঘ্ন উপস্থিত হয়।
🌐 Website
https://vinodvani.weebly.com
📧 Email
[email protected]
🏷️ Hashtags
#GauraKishoraDasBabaji
#VaishnavaHumility
#PureDevotion
#BhaktiYoga
#Madhukari
#VaishnavaLife
#BhaktiTeachings
#SpiritualIntegrity
#BhaktivinodaThakura
#TrueVaishnava
#গৌরকিশোরদাসবাবাজী
#বৈষ্ণবতা
#মাধুকরী
#শুদ্ধভক্তি
#ভক্তিবিনোদঠাকুর
#শ্রীলপ্রভুপাদ
#বৈষ্ণবআচার
#ভক্তিজীবন
#হরিভজন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: