সাতক্ষীরায় ৯০০ কেজি ক্যামিক্যালযুক্ত অপরিপক্ক আম জব্দ - ব্যবসায়ীকে জরিমানা - Bangla News
Автор: কৃষি কথা
Загружено: 2025-04-25
Просмотров: 288
সাতক্ষীরায় ৯০০ কেজি ক্যামিক্যালযুক্ত অপরিপক্ক আম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
সাতক্ষীরা শহরের বাঁকাল স্কুল মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পরিবহন থেকে ৯০০ কেজি অপরিপক্ক ও ক্যামিক্যাল মেশানো গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আব্দুল্লাহ গাজী (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের আহমাদ আলীর ছেলে।
জানা গেছে, এই আমগুলো দেবহাটা উপজেলা থেকে সংগ্রহ করে বগুড়া ও রংপুরে সরবরাহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে আমগুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমগুলো রুলার দিয়ে ধ্বংস করা হয় এবং আটক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে অতীশ সরকার বলেন, “অপরিপক্ক আম বাজারজাত করে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলা হচ্ছে। এমন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন এ বিষয়ে বলেন, “ক্রেতাদের সচেতন হতে হবে। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী আম কেনা উচিত। না হলে ক্যামিক্যাল মেশানো আম খেয়ে স্বাস্থ্যহানির ঝুঁকি তৈরি হতে পারে।”
প্রশাসন ও কৃষি বিভাগ মনে করছে, সঠিক সময়ে সঠিকভাবে পাকা আম বাজারজাত হলে ক্রেতা এবং উৎপাদক—উভয়েই উপকৃত হবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: