ইত্তেহাদ মায়াল ইখতেলাফ: ঐকমত্যে শীর্ষ ওলামায়ে কেরাম। সবার বক্তব্য ক্রমাগত চলবে সাথে থাকুন
Автор: ATR TV
Загружено: 2025-09-27
Просмотров: 3391
ইত্তেহাদ মায়াল ইখতেলাফ: ঐকমত্যে শীর্ষ ওলামায়ে কেরাম। সবার বক্তব্য ক্রমাগত চলবে সাথে থাকুন
“ঐক্য ও সম্প্রীতির আহ্বানে খানকায়ে মুছলিহীন মালিবাগে খুসূসী জলসা অনুষ্ঠিত”
ঢাকা, ১৯ সেপ্টেম্বর-২০২৫ (শুক্রবার):
ঐক্য ও সম্প্রীতির মহান উদ্দেশ্যে মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর প্রবর্তিত ‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ—মতানৈক্যসহ ঐক্য’ নীতির আলোকে বাদ-আছর ওলামা মুছলিহীন ঢাকার উদ্যোগে খানকায়ে মুছলিহীন মালিবাগে খুসূসী জলসা অনুষ্ঠিত হয়।
জলসায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন—আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর মা.জি.আ.।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন—হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী, মহাসচিব, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন—হযরত মাওলানা মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, চেয়ারম্যান, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।
সভাপতিত্ব করেন—অধ্যক্ষ ড. মাওলানা লোকমান হাকীম, সভাপতি, ওলামা মুছলিহীন, ঢাকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন—হযরত মাওলানা মুফতী ছাইফুল্লাহ নোমানী, নাযেম, ওলামা মুছলিহীন, ঢাকা।
ঢাকা মহানগরের আলিয়া-কওমিয়া দল-মত নির্বিশেষে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, সম্মানিত ইমাম ও খতীব ছাহেবান গুরুত্বপূর্ণ এ জলসায় সতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
মুসলিম ঐক্যের লক্ষ্যে আয়োজিত এ মহতী জলসায় বক্তারা মুসলিম উম্মাহর মধ্যে মতানৈক্যের ঊর্ধ্বে উঠে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও দ্বীনের প্রচার-প্রসারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
#ঐক্যওসম্প্রীতি #খানকায়ে_মুছলিহীন #নেছারাবাদীহুজুর #ইসলামিকজলসা #ওলামামুছলিহীন #atrtv #ইসলামিকভিডিও #MuslimUnity #BangladeshIslamicProgram #IslamicSpeech
=========================================================
বিভিন্ন বিষয় ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন *
=========================================================
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: